ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিসিবিতে তামিম

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আজ সোমবার (১৯ আগস্ট) প্রথমবারের মতো মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয় পরিদর্শনে আসেন।

আজ বিসিবিতে হাজির হয়েছিলেন জাতীয় দলের বাইরে থাকা ওপেনার তামিম ইকবালও। একই দিনে ক্রীড়া উপদেষ্টা ও তামিম ইকবালের বিসিবিতে আগমনে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

জাতীয় দল যখন পাকিস্তান সফরে, তামিম ইকবাল হঠাৎ বিসিবিতে হাজির তামিম ইকবাল। জাতীয় দলের হয়ে তামিমের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশার মাঝেই বিসিবিতে পরিবর্তনের বাতাস। পদত্যাগ করেছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। পদত্যাগ করতে পারেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনও। এর মাঝেই তামিমের হোম অব ক্রিকেটে আগমন হয়তো খুব বেশি আলোড়ন তুলত না, যদি না এর কিছুক্ষণ পরেই যুব ক্রীড়া উপদেষ্টাও সেখানে না আসতেন।

এদিন ক্রীড়া উপদেষ্টার হোম অব ক্রিকেটে অবস্থানের পুরো সময়টা তার পাশেই ছিলেন তামিম। শের-ই বাংলা স্টেডিয়ামসহ বিসিবির কার্যালয় তাকে ঘুরিয়ে দেখান তামিম। তবে তামিম ঠিক কী কারণে বিসিবিতে এসেছিলেন তা জানেন না খোদ বিসিবির কর্তারাও।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘এই বিষয়টা আসলে আমি অবগত না। কী পর্যায় থেকে… উনি এসেছেন, উপদেষ্টা মহোদয় যেহেতু ছিলেন। উনার সাথে কথা হয়েছে। সব সময় পাশে উনি ছিলেন। এর বাইরে কিছু বলতে পারব না।’


ক্রীড়া  উপদেষ্টা ও তামিমের বিসিবিতে আগমনের দিনে বিসিবিতে কোন পরিচালককে দেখা যায়নি। ছিলেন না বর্তমানে খেলছেন এমন কোনো ক্রিকেটারও। তবে ছিলেন তামিমের বড় ভাই, জাতীয় দলের ম্যানেজার ও সাবেক ওপেনার নাফিস ইকবাল।


শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন এবং প্রভাবশালী কয়েকজন পরিচালক আত্মগোপনে আছেন। বিসিবির সভাপতির পদ থেকে পাপনের পদত্যাগ অনেকটাই নিশ্চিত। নতুন করে কে বিসিবির সভাপতি হচ্ছেন – তা নিয়ে অনেক গুঞ্জন থাকলেও এ ব্যাপারে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে কোনো আলাপ হয়নি বলে দাবি করেছেন নিজামুদ্দিন চৌধুরী সুজন।

এ ব্যাপারে সুজন বলেন,  ‘আজকে কারও সঙ্গেই নির্দিষ্ট করে কোনো আলোচনা হয়নি। খুবই সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে তাদের অভিজ্ঞতা নিয়ে। সবাই একজন আরেকজনের সঙ্গে শেয়ার করেছে, একেক জনের তো একেক জায়গায় অভিজ্ঞতা। এই বিষয়গুলো মোটামুটি কথা হয়েছে। নির্দিষ্ট করে আপনারা যেমন জানতে চাচ্ছেন এরকম কোনো বিষয় নিয়ে কথা হয়নি।’


এদিকে হোম অব ক্রিকেট পরিদর্শন শেষে এক ভিডিও বার্তা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন,  ‘নতুন দায়িত্ব পাওয়ার পর, আমি আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে ফ্যাসিলিটিগুলো আছে সবগুলো দেখছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল যেতে পারিনি। এখানে (বিসিবিতে) আসা হয়েছে অবকাঠামোগত যে ব্যবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম। ঘুরে ঘুরে সব দেখলাম সব।’

Print Friendly, PDF & Email

Related Posts