মানিকগঞ্জ প্রতিনিধি : ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে ও ভারতীয় পণ্য বয়কটের ডাকে সামাজিক মানবিক প্লাটফর্ম বন্ধু সংঘ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ আগষ্ট) দুপুরের দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বন্ধু সংঘ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি প্রকৌশলী মোঃ ইসহাকের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা হাফেজ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে। সেখান থেকেও চক্রান্ত করে যাচ্ছে। কিন্তু এই দেশের ছাত্র জনতা এই ষড়যন্ত্রের প্রতিবাদ করছে। ভারত আমাদের না জানিয়ে হঠাৎ করেই পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ বেশ কয়েকটি জেলায় বন্যার সৃষ্টি করেছে। ভারত কখনো আমাদের বন্ধু রাষ্ট্র হতে পারে না। এজন্য ভারতীয় পণ্য বয়কট সহ ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ জানাই।
জেডএইচসি/মানিকগঞ্জ