ঈশ্বরদী স্টেশনের রাত ॥ চঞ্চল শাহরিয়ার

 

রাজশাহী যাওয়া-আসার পথে
ট্রেন ফেল করে বহুবার আমি
ঈশ্বরদী স্টেশনে রাত কাটিয়েছি।

 

ঈশ্বরদী ষ্টেশনের সুবিশাল প্ল্যাটফর্ম
যাত্রীদের অহ রাত-দিন আনাগোনা
ট্রেনের বিদায়ী হুইসেল
হকারদের বিরামহীন হাঁকডাক
নতুন বউ কে ঘুরেফিরে দেখার মতোই
আমি সারা রাত চেয়ে চেয়ে দেখেছি।

 

রাজশাহী ছেড়ে চলে এসেছি কতোদিন হলো
তবু ভার্সিটির জমকালো মুহুরতের পাশাপাশি
মনে পড়ে ঈশ্বরদী ষ্টেশনের রাত
মনে পড়ে পাকশী ব্রীজ
পদ্মার কিশোরী ঢেউ কে পেরিয়ে
কুষ্টিয়া শহর কে ছুঁয়ে দেখার ব্যস্ততা।

 

অন্য কোথাও যাওয়া -আসার পথে
আজো আমি ট্রেন ফেল করি
ঈশ্বরদী ষ্টেশনের মতো রাত কাটাই
যশোর, মোবারকগঞ্জ কিংবা
আর কোন অখ্যাত স্টেশনে।

 

তবু ঈশ্বরদী ষ্টেশনের মতো
কেউ আমাকে আপন করে নেয় না।
রাতভরে কেউ শোনায় না
নিরাপদ আশ্রয়ের গান।

Print Friendly

Related Posts