প্রেম ॥ শওকত ওসমান

প্রেম
আহা আমিতো সূর্য চাইনি
আমিতো চন্দ্র চাইনি
আমি চেয়েছি প্রেম
হায় প্রেম
শুধু প্রেম

দুর্বা ঘাসে পড়া সকালের শিশির জড়ানো প্রেম
গোধুলি বেলার আবীরে রাঙ্গা অবনি’র মত প্রেম
মহাসাগরে সুনীল সফেদ লাফিয়ে ওঠা
ঢেউ-এর মত প্রেম
ফণি’র মাথার মণি’র মত প্রেম
অঘ্রাণে আসা নবান্নের মত প্রেম
জঠরে জঠরে ক্ষুধার জ্বালা জুড়ানোর মত প্রেম
রংধনু সম রং বেরং-এর নিশানা আঁকা প্রেম

প্রজাপতিদের রেণু চুরি করা প্রেম
মৌমাছিদের মৌচাক গড়া প্রেম
আতরদানির আতরের মত প্রেম
ধুপ কাঠি জ্বালা সুগন্ধি ভরা প্রেম
কফি পার্লারে আড্ডার মত প্রেম
দয়িত দয়িতার হাতে হাত রাখা প্রেম
দুটো শালিকের একসাথে উড়া প্রেম
বসুধার বুকে ফসল ফলানো প্রেম
শীতের সকালে খেজুর রসের প্রেম
সরোবরে ফোটা পদ্মকলির প্রেম
হেমন্তের পরে বসন্ত আসা প্রেম
চাতকির ঠোটে বৃষ্টির মত প্রেম
তপ্ত নিদাঘে পাখিদের ডাকা প্রেম
ঝড়ের আভাষে সতর্ক হওয়া প্রেম
লুকিয়ে লুকিয়ে অভিসারে যাওয়া প্রেম
টোকাইগুলোর পাঠশালা যাওয়া প্রেম
ক্ষুধার জ্বালাটা ভাগাভাগি করা প্রেম
হাঁস-মিথুনের ডুব সাঁতারের প্রেম

প্রেম
আমিতো শুধু প্রেম চেয়েছি
আমি ভালবাসা চেয়েছি
বিনিময়ে প্রেম দেয়ার কথা বলেছি
ভালবাসা দেয়ার কথা বলেছি
আমিতো ভাল একটা বাসা চাইনি
আমিতো পৃথিবী চাইনি
আমিতো স্বর্গ চাইনি
শুধু প্রেম
শুধু প্রেম চেয়েছি আমি ——।

 

২৭ মার্চ ২০১৮

Print Friendly

Related Posts