বরগুনায় দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ

ইফতেখার শাহীন, বরগুনা॥ বরগুনায় দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিবাগত রাত ২ টায় বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের বধুঠাকুরানী গ্রামে মোঃ সেলিমের বাড়ীতে। ডাকাতের পিটুনীতে সেলিমের স্ত্রী আনোয়ারা বেগম-৭০ ও পুত্র বধু লামিয়া বেগম গুরুতর আহত হয়েছেন। আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরগুনা জেনারেল হাসপাতালের বেডে আহত আনোয়ারা বেগম জানান, শুক্রবার গভীর রাতে সিঁদ কেটে আমাদের ঘরে ৫ ডাকাত প্রবেশ করে। ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে ডাকাতরা আমার মুখ চেপে ধরে বুকে পিঠে এলোপাথারি মারতে থাকে এবং আমার ডান কানের স্বর্ণের দুলসহ কান ছিড়ে নিয়ে যায়।

এদিকে ঘুমিয়ে থাকা পুত্র বধু লামিয়ার গলায় অস্ত্র ধরে অন্য ডাকাতরা তাকে বেধরক মারতে থাকে। লামিয়া এবং আমার ডাক চিৎকারে আমার ভাই এবং পার্শ্ববর্তী প্রতিবেশীরা ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়। আমার মেয়ে জামাই ঢাকা থেকে জমি ক্রয়ের জন্য ৬০ হাজার টাকা পাঠিয়েছিল সেই টাকা এবং কানের দুল, লামিয়ার গলার স্বর্ণের চেইনসহ প্রায় তিন ভরি ওজনের স্বর্ণ ডাকাতরা নিয়ে যায়।

এ ব্যাপারে বরগুনা থানায় অভিযোগ দিলে এসআই মোঃ কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

Print Friendly

Related Posts