মানিকগঞ্জে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন উদ্বোধন

 

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ : সারা দেশের মতো মানিকগঞ্জেও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসকের মিলনায়তনে জনপ্রতিনিধি,সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা যুগ্ম  সচিব রকিব উদ্দিন মন্ডল।

এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বাবুল মিয়া,পৌর সভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড.আব্দুস সালাম,অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ও জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ প্রমূখ।

আনুষ্ঠানিক ভাবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়া হয় মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানকে।

আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত  মানিকগঞ্জ সদর উপজেলার ২ লাখ ৩৫ হাজার স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরন করা হবে।

Print Friendly

Related Posts