শায়েস্তাগঞ্জে ছাত্রলীগের সম্মেলনে ৫ সহস্রাধিক ছাত্র-জনতার ঢল

হবিগঞ্জ প্রতিনিধি:  হবিগঞ্জ সদর উপজেলা, নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা ও শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের সম্মেলন বৃহস্পতিবার সন্ধ্যায় রেলওয়ে পার্কিংয়ে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্থান থেকে আসা ৫ সহস্রাধিক ছাত্র-জনতার ঢল নামে।

দুপুর থেকেই বিভিন্ন ইউনিট ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন সহকারে সম্মেলন স্থলে এসে উপস্থিত হন। জয় বাংলা-জয় বঙ্গবন্ধু এবং নৌকা প্রতীকের শ্লোগানে মুখড়িত হয় শায়েস্তাগঞ্জ শহর ও আশপাশের এলাকা। সম্মেলনে বক্তারা বিগত প্রায় ১০ বছরে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন।

এছাড়াও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র মাধ্যমে হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ, শায়েস্তাগঞ্জকে উপজেলায় রূপান্তর আড়াইশ’ শয্যার হাসপাতাল, আধুনিক স্টেডিয়াম, বৃন্দাবন সরকারি কলেজে অনার্স-মার্স্টাস কোর্স চালু, হবিগঞ্জে জুডিসিয়ালী ভবন নির্মাণ, বিকেজিসি-গভট স্কুলে ডাবল শিফট চালুসহ অসংখ্য অভাবনীয় উন্নয়নের কথা তুলে ধরেন।

এই সকল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও বিগত দুইবারের ন্যায় বিপুল ভোটে এমপি আবু জাহিরকে নৌকা মার্কায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান বক্তারা।

সম্মেলনে প্রধান অতিথি’র বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়ে উঠা সংগঠনের নাম ছাত্রলীগ। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়াও দেশের প্রতিটি অগ্রযাত্রায় জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে পাশে থাকে ছাত্রলীগ। বিএনপি-জামায়াতের পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীরা নানা অপরাধের সাথে জড়িত। কিন্তু বাংলাদেশ ছাত্রলীগে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং মাদকসেবীর জায়গা নেই। জাতির পিতার আদর্শকে সামনে রেখে ছাত্রলীগের নেতাকর্মীকে রাজনীতি করতে হবে। এ সময় আগামী নির্বাচনকে সমনে রেখে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

সম্মেলনের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান। সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজিউর রহমান ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল হামিদের পরিচালনায় সম্মেলন অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর সৈকত, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আক্রাম আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ সালেক মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী আহমেদ খান, জেলা আওয়ামী লীগ নেতা শেখ একেএম সুফী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সহ সভাপতি আলহাজ্ব মোক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদার, হোসাইন মোঃ আদিল জজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মুকিত, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল খান, নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজ উদ্দিন, নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, পইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহেব আলী, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি ফয়জুর রহমান রবিন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি তাজুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ সেবুল আহমেদ, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি জামাল সর্দার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বেলাল মিয়া, ইমদাদুল ইসলাম শীতল, পৌর ছাত্রলীগের আহবায়ক মাসুদ আহমেদ, যুগ্ম আহবায়ক নাজমুল হুদা তৌহিদ, যুগ্ম আহবায়ক শাহবাজ আহমেদ, কলেজ ছাত্রলীগের সভাপতি জয়নাল সরদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ প্রমুখ।

Print Friendly

Related Posts