হঠাৎই প্রিয়াঙ্কা বাংলাদেশে

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ প্রিয়াঙ্কা এবার এলেন বাংলাদেশে। হঠাৎই যেনো তিনি এলেন এবং অবশ্য ইউনিসেফের শুভেচ্ছা দূত হয়ে। উদ্দেশ্য শরণার্থীদের পাশে দাঁড়ানো। বাংলাদেশে শরণার্থী হিসেবে দীর্ঘদিন ধরে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবস্থা জানতে, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে হঠাৎ বাংলাদেশে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাও সোজা লন্ডন থেকে!

গেল শুক্রবার থেকেই লন্ডনে অবস্থান করছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ভারত থেকে টানা দশদিনের ছুটি নিয়ে ব্রিটেনের দ্বিতীয় রানী এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারি ও অভিনেত্রী মেগান মার্কেলের রাজকীয় বিয়ের অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন তিনি। শনিবার দুপুরে রাজকীয় বিয়েতে উপস্থিত ছিলেন, সেদিন রাতে তাদের বিবাহোত্তর সংবর্ধনাতেও ছিলেন প্রিয়াঙ্কা। হলিউড তারকাদের পাশাপাশি তিনিও ছিলেন লাইম লাইটে। লন্ডনেই রবিবার দিনটা অবসর কাটিয়েছেন। কথা ছিলো পুরো সপ্তাহই এখানে কাটিয়ে দেশে ফিরে শুটিংয়ে অংশ নিবেন। কিন্তু সোমবার সকালেই শোনা গেল, হঠাৎ রোহিঙ্গা সফরে বাংলাদেশে এসেছেন হলিউড ও বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী!

সকালে লন্ডন থেকে সোজা ঢাকায় নামার পর সেখান থেকে কক্সবাজারের ইনানীতে পাঁচ তারকা হোটেল রয়েল টিউলিপে উঠেছেন প্রিয়াঙ্কা। এরপর সেখান থেকে বিকেল ৪টার দিকে মেরিন ড্রাইভ হয়ে টেকনাফের বাহারছড়ার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে অবস্থান করা রোহিঙ্গাদের সাথে সময় কাটান তিনি। বিশেষ করে রোহিঙ্গা শিশুদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন প্রিয়াঙ্কা।

২২ মে সকালে প্রথমে তিনি উখিয়ার বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এরপরে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। ২৩ মে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এই বলিউড অভিনেত্রী। পর দিন ২৪ মে সকালে তিনি বিমান যোগে কক্সবাজার ত্যাগ করবেন।

২০১৬ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছা দূত হয়েছেন প্রিয়াঙ্কা। এরপর থেকেই সারা বিশ্বে তিনি শিশুদের কল্যাণার্থে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে শিশুদের শিক্ষা ও মৌলিক অধিকার নিয়ে সোচ্চার এই অভিনেত্রী।

Print Friendly

Related Posts