বিআরটিএ ঢাকা মেট্রো-২ এর দুদিনব্যাপী কর্মশালা

মো. শাহেদ হোসেন : চালালে গাড়ী সাবধানে, বাঁচবে সবাই প্রাণে- এই স্লোগানে গতকাল বিআরটিএ ইকুরিয়াস্থ অফিসে শেষ হলো দু’দিনব্যাপী পেশাজীবি গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষন কর্মশালা ২০১৭।

পেশাজীবি  গাড়ীচালক ও বিভিন্ন পেশার প্রায় পাঁচ শতাধিকের লোকের অংশ গ্রহনে এ বণার্ঢ্য র‌্যালির নেতৃত্ব দেন ঢাকা জেলা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী মো: রফিকুল ইসলাম।

র‌্যালি ও কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাজমুল আহসান মজুমদার (অতিরিক্ত সচিব ও পরিচালক প্রশাসন, বিআরটিএ)।

P2

প্রধান বক্তা ও মূল প্রবন্ধক ছিলেন কাজী সাইফুন নেওয়াজ (সহকারী অধ্যাপক বুয়েট ও এ.আর.টি)। প্রধান আলোচক ড: এম সাইফুল ইসলাম (সহকারী অধ্যাপক, ডেভেলোপমেন্ট ষ্টাজি বিভাগ .ঢাকা বিশ্ববিদ্যালয়)।

কর্মশালায় আরো বক্তব্য রাখেন ঢাকা মেট্রো সার্কেল-২ এর সহকারী পরিচালক মো: নুরুল ইসলাম , সহকারী পরিচালক গোলাম হায়দার, মোটরযান পরিদর্শক মো. মুক্তার হোসেন, মোটরযান পরিদর্শক তানভীর আহম্মেদ ।

প্রশিক্ষন কর্মশালা ও র‌্যালির যৌথ আয়োজক ছিলেন মো: এমরান খান. মোটরযান পরিদর্শক ও ঢাকা জেলা সার্কেল এর লাইসেন্সিং বোর্ডের সদস্য সচিব, মো: শাহজামান হক . মোটরযান পরিদর্শক ও ঢাকা মেট্রো সার্কেল-২ এর লাইসেন্সিং বোডের সদস্য সচিব ।

আরো ছিলেন  মো: সায়ফুল্লাহ বাহার, মোটরযান পরিদর্শক ও ঢাকা জেলা সার্কেল সাভারস্থ অফিসের লাইসেন্সিং বোডের সদস্য সচিব,পুলিশের টিআই সুবীর রঞ্চন দাস, টিআই মো : মনির হোসেন, টিআই মো: নুরুল ইসলাম মল্লিক, ডাঃ দস্তগীর খা. ঢাকা জেলা র্সাকেল ও মেট্রো সার্কেল ২ এর লাইসেন্সিং বোর্ড সদস্য। আলোচনা পূর্বক গণসচেতনতা মূলক এ র‌্যালিটি ইকুরিয়া, হাসনাবাদ, ঢাকা-মাওয়া মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিন করে আবার ইকুরিয়াস্থ বিআরটিএর অফিস চত্বরে এসে শেষ হয় ।

Print Friendly

Related Posts