হুমকি পেয়ে থানায় জিডি করলেন ববি

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ববি অভিনীত ‘বিজলী’ ছবিটি রাজধানীসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ১৩ এপ্রিল। ছবিটি যাতে ১৩ এপ্রিল মুক্তি না পায়, এ জন্য ছবির টিমের একজনকে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ববি। বিষয়টি নিয়ে রাজধানীর রমনা থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানান তিনি।

কে এবং কেন হুমকি দিয়েছে—জানতে চাইলে ববি বলেন, “না, আমাকে সরাসরি ফোন করে কেউ হুমকি দেয়নি। আমার ছবির টিমের একজনকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে, যেন ছবিটি ১৩ এপ্রিল মুক্তি না পায়। ‘বিজলী’ পরিবারকে হুমকি দেওয়া হয়েছে, তাই থানায় আমি জিডি করেছি। যেহেতু এই ছবির প্রযোজকও আমি, এ কারণে ছবির যে কাউকে হুমকি দিলে সেটা আমার ওপরই পরে।”

ববি আরো বলেন, ‘বিষয়টি প্রথমে আমি গোপন রাখতে চেয়েছিলাম। কিন্তু অনেকে জেনেছে যে আমি থানায় সাধারণ ডায়েরি করেছি। আমি মনে করি, দেশের নাগরিক হিসেবে আমার সেই অধিকার আছে যে কেউ যদি আমাদের হুমকি দেন, তা হলে নিজের নিরাপত্তা চেয়ে ডায়েরি করতে পারা।’

নিজের কাজকে অনেক ভালোবাসেন বলে জানান ববি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি আমার কাজকে অনেক ভালোবাসি। যে কারণে ছবি প্রযোজনা করার মতো সাহস দেখিয়েছি। আমি চেষ্টা করেছি ছবির মেকিং বিশ্বমানের করতে। আমি বিশ্বাস করি, ছবিটি বিশ্বমানের একটি কাজ হয়েছে।’

দর্শকদের ধন্যবাদ দিয়ে ববি বলেন, ‘আমার ছবির টিজার, গান, ট্রেইলর দেখে দর্শক আমাকে উৎসাহ দিয়েছেন। আমি আগামীতে আরো ভালো কিছু করার চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকবেন, প্লিজ।’

ইফতেখার চৌধুরী পরিচালিত ‘বিজলী’ ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন ববি। ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কলকাতার রণবীর। ছবির চিত্রনাট্য লিখেছেন ভারতের পেলে ভট্টাচার্য। ছবিটি প্রযোজনা করেছে ববির প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার। এ ছাড়া ছবিটিতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, আহমেদ রুবেল, শতাব্দী রায় প্রমুখ।

Print Friendly

Related Posts