মতলব উত্তরে নৌকা নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তরে জেলেদের মাছ ধরার নৌকা নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার এখলাছপুর লঞ্চঘাট সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে উপজেলা ইলিশ কো-ম্যানেজমেন্ট কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও ইকোফিশ প্রকল্পের মনিটরিং অফিসার মনির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক হোসেন মুরাদ।

সভায় আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা কৃষক লীগের সভাপতি জিএম ফারুক, উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি অ্যাড. জসিম উদ্দিন, এখলাছপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু মুছা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, দৈনিক যুগান্তর এর জেলা প্রতিনিধি মির্জা জাকির, সাংবাদিক শামসুজ্জামান ডলার, মৎস্যজীবি প্রতিনিধি গোলাম হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে মাছ ধরার নৌকায় নাম্বার প্লেট লাগিয়ে আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এতে সার্বিক সহযোগীতায় করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস।

Print Friendly

Related Posts