বেতন বৃদ্ধি ও সরকারি ছুটি বহালের দাবীতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

দুই ঘন্টা পর ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

রাসেল হোসেন, ধামরাই: বেতন বৃদ্ধি ও সরকারি ছুটি বহাল রাখার দাবীতে দুই ঘন্টা অবরোধ থাকার পর ঢাকা আরিচা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। কাজে যোগ দিয়েছে ঢাকার ধামরাই উপজেলার বারবারিয়া আকিজ ফুড এ্যান্ড বেভারেজ কারখানার শ্রমিকেরা।

সোমবার (২২এপ্রিল) সকাল ৮ টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। এর আগে সকাল ৬ টা থেকে মহাসড়ক অবরোধ করেন আকিজ ফুডের অস্থায়ী ভিত্তিতে কর্মরত শ্রমিকরা। অবরোধের খবর পেয়ে ধামরাই থানা পুলিশ এবং গোলড়া হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে সকাল পৌনে ৯ টার দিকে কাজে যোগ দেন শ্রমিকরা। এদিকে মহাসড়কে দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকার কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহনের কয়েক কিলোমিটার জট তৈরি হয়।

নাম প্রকাশ না করার শর্তে আকিজ ফুডের একাধিক শ্রমিক জানান, দীর্ঘদিন ধরে ডেইলি বেসিক আকিজ ফুডে কর্মরত রয়েছেন প্রায় হাজার খানেক শ্রমিক। কাজের বিনিময়ে দৈনিক তাদেরকে ১৮০ টাকা করে মজুরী দেওয়া হয়। যা বর্তমান সময়ে খুবই কম। এ ছাড়া সরকারি ছুটির দিনেও তাদেরকে কাজ করতে হয়। কাজে যোগ না দিলে হাজিরা বোনাস কর্তন করা হয়। বেতন ভাতা বৃদ্ধি ও সরকারি ছুটির দিনে কারখানায় কাজ বন্ধ রাখার দাবিতে সোমবার আন্দোলনে নামেন তারা।

কারখানার হেড অব প্ল্যান্ট অফিসার নূর ফেরদৌস  জানান, কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ভোর থেকে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা করে তাদের দাবি দাওয়া পূরণ করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে আকিজ ফুড এ্যান্ড বেভারেজ কারখানার এডমিন অফিসার মাসুদ রানা জানান, ভোর ৬ থেকে দুপুর ১২ টা, দুপুর ২ টা থেকে রাত ১০ টা এবং রাত ১০ থেকে ভোর ৬ টা ও সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ডেইলি বেসিক এ প্রায় হাজার খানেক শ্রমিক কারখানায় কর্মরত রয়েছে। দৈনিক ১৮০ টাকা হাজিরাভিত্তিতে এরা কাজ করেন। এছাড়াও তাদের হাজিরা বোনাস রয়েছে ৩০০ টাকা।

এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ধামরাই থানা পুলিশও এতে সহায়তা করেন। দুই ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকার কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানবাহনের লাইন জমে যায়। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয় বলেও জানান তিনি।

Print Friendly

Related Posts