ধামরাইয়ে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনী

রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনী ২০১৯ উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে দুই দিন ব্যাপী মেলা আয়োজন করা হয়েছে। এ মেলায় অংশ নিয়েছে বিভিন্ন স্কুলে ৯টি স্টল।

এ উপলক্ষে আজ সকালে উপজেলা হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা আনজুম জেরিন রুপা, রিসার্চ কেমিষ্ট কর্মকর্তা নাজমা নাফিসা হক প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালম আজাদ। এ মেলায় উপজেলার বিভিন্ন স্কুল তাদের উদ্ভাবিত পণ্য নিয়ে অংশগ্রহন করেছে।

আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে সকল স্টল ঘুরে দেখেন।

Print Friendly

Related Posts