ভোলায় ফণীর আঘাতে শতাধিক ঘর বিধ্বস্ত, নিহত -১

জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা: ঘূর্ণিঝড় ফণী বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। আর এর আঘাতে ভোলার সাত উপজেলায় প্রায় শতাধিক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বালিয়া গ্রামে ঘরচাপা পড়ে রাণী বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ মে) ভোরে এ ঘটনা ঘটে। নিহত রানী বেগম ওই এলাকার সামসুল হকের স্ত্রী ও দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাঁধের বাসিন্দা।

এছাড়াও ভোলার সদর উপজেলার বালিয়া, কোড়ালিয়া, দৌলতখানের মদনপুর, বোরহানউদ্দিনের চর জহিরউদ্দিন, তজুমদ্দিনের চর মোজাম্মেল, মনপুরার চর নিজাম, চরফ্যাশনের ঢাল চর, কুকরী-মুকরী, চর পাতিলাসহ কয়েটি চরে ঘর-বাড়ি ও গাছের ডাল ভেঙে পড়ে প্রায় ১০/১৫ জন আহত হয়েছেন।

এদিকে শুক্রবার মধ্যরাত থেকে ভোলায় ভারী বৃষ্টি ও বাতাস শুরু হয়। সকাল পর্যন্ত ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে।

Print Friendly

Related Posts