দুমকিতে গ্রামীণ সড়ক নির্মাণে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের ইট

কাজী দুলাল, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে নিম্নমানের ইট দিয়ে তৈরি করা হচ্ছে গ্রামীণ রাস্তা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় এইচ বিবি হেরিংবন ৪৩ লাখ টাকা ব্যয়ে দুমকির ভূমি অফিস সংলগ্ন রাস্তা নির্মাণে ব্যবহৃত হচ্ছে এসব নিম্নমানের ইট। কাজটি করছেন ইসলামিয়া কনস্ট্রাকশন বাকেরগঞ্জ।

এলাকাবাসী বলছেন, রাস্তা নির্মাণে ব্যবহৃত ইট চুলোর মাটির চেয়েও নিম্নমানের। সরেজমিনে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এসময় দেখা যায় রাস্তা তৈরি করার জন্য আনা নিম্নমানের ইটের স্তুপ রাস্তা জুড়ে ফেলে রাখা হয়েছে।

এবিষয়ে রাস্তার দায়িত্বে থাকা ঠিকাদার মোঃ সেলিম বলেন, আমার জানা নেই, যদি নিম্নমানের ইট থাকে সেগুলো সরিয়ে ভাল ইট দিয়ে রাস্তা কাজ করতে বলবো।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান আরিফ বলেন, ঠিকাদারকে নিম্নমানের ইট সরিয়ে ভালো এ দিয়ে রাস্তা করার জন্য বলেছি।

Print Friendly

Related Posts