দুমকিতে দুজন ডেঙ্গু রোগী শনাক্ত

কাজী দুলাল, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন  ডেঙ্গু রোগী  শনাক্ত করা হয়েছে। সম্প্রতি জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে পরীক্ষায় তাদের শরীরে ডেঙ্গুর জীবাণু পাওয়া গেছে। বৃহস্পতিবার ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার শংকর কুমার বিশ্বাস স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাদের বিষয়ে খোঁজখবর নেন।

দুমকি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ( টিএইচও) ডাঃ মীর শহীদুল হাসান শাহীন জানান, আমাদের হাসপাতালে পরীক্ষার পর মোঃ বিল্লাল হোসেন (১৮) ও মোঃ সোহাগ (২৮) নামক দুজনের শরীরের ডেঙ্গুর জীবাণু পাওয়া গেছে। বর্তমানে তারা সুস্থ আছেন।

উল্লেখ্য মোঃ বিল্লাল হোসেন উত্তর দুমকির মোঃ আলমগীর হোসেনের পুত্র সে ঢাকা মোহাম্মদপুর কলেজের গ্রাফিক্স ডিজাইনের ছাত্র, সে ঢাকা থেকে জ্বর নিয়ে বাড়ি এসেছিল। অপরজন মোঃ সোহাগ আঙ্গারীয়ার বাহেরচর গ্রামের আব্দুল জব্বার সিকদারের পুত্র, সে ঢাকায় ব্যবসা করে।

Print Friendly

Related Posts