দুমকিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যু

কাজী দুলাল, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন মেধাবী শিক্ষার্থী সুমাইয়া সিদ্দিকী (১৭)। সোমবার দুপুর ১টায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, দুমকি সরকারি জনতা কলেজ থেকে এবছর এইচএসসিতে উত্তীর্ণ হয়ে সুমাইয়া রাজধানী ঢাকায় একটি কোচিং সেন্টারে ভর্তি হয়ে কোচিং করছিলেন। ঈদ-উল আযহার ছুটিতে সে দুমকিতে ভাড়াটিয়া বাসায় এসে জ্বরে আক্রান্ত হয়।

গত মঙ্গলবার দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষায় ডেঙ্গু শনাক্তের পর সুমাইয়াকে ওইদিনই বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুমাইয়া সিদ্দিকী দুমকি সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) মো: ফজলুল রহমান সিদ্দিকী কন্যা। তার গ্রামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকায়।

Print Friendly

Related Posts