ধৈর্য্যকাল ॥ নজির আহমেদ

আমি ক্রোধকে ঘুম পাড়িয়ে রাখতে চাই
রতিক্লান্ত দম্পতির পাশে।
কারণ-ধৈর্য্য’র বাঁধ ভেঙে গেলে কন্ঠ থেকে শুধু
গোঙানির শব্দ ভেসে আসে।
খোলা আকাশের নীচে
ভিটেমাটিহীন অজস্র স্বপ্নের তুমুল আহাজারি।
শৈত্য প্রবাহের রাত,
বরফের ভিতর থেকে উঠে আসা তাপে,
পুড়ে যায় অস্থির আত্না।
মরে যাওয়া সংস্কৃতি
প্রথারূপ নিয়ে ফিরে আসে রক্তের উল্লাসে।
উত্তম পুরুষ ডুবে গেলে কবিতায়
অতৃপ্তির মহাসমুদ্র’র নাব্যতায় তুমি আমি এক।
করতালি চাই না,বাহবা চাই না,
নামের বরাতে,শাখের করাতে,রাতবিরাতে যথাযথ
প্রেমালোক চাই,চাই অনুগত হালচাল।
আর কতকাল পর ধৈর্য্য’র শেষ হবে, আর কতকাল….
২৫ অক্টোবর,২০১৯খ্রিস্টাব্দ
Print Friendly

Related Posts