টাঙ্গাইল জেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষনার প্রস্তুতি সভা

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: ভিক্ষুক পুর্নবাসন কর্মসূচীর আওতায় টাঙ্গাইল জেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষনার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ প্রমুখ। এসময় সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, যাচাই-বাছাই শেষে জেলার চার হাজার একশত ৬৪ জন ভিক্ষুককে পুর্নবাসন প্রকল্পে অর্ন্তভুক্ত করা হয়েছে। এদের পুর্নবাসনের জন্য এক কোটি দশ লাখ ৮৮হাজার ৩৬৫ টাকার ফান্ড সংগৃহিত হয়েছে।
Print Friendly

Related Posts