সখীপুরে কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা উদ্বোধন

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার মৌশা এলাকায় চলতি বুরো মৌসুমে মেশিন দিয়ে ধান কাটা উদ্বোধন করা হয়। এর আগে উপজেলায় দুইজন কৃষককে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।

বুধবার ধান কাটা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব জুলফিকার হায়দার কামাল, উপজেলা নির্বাহী অফিসার জনাব আসমাঊল হুসনা লিজা, থানার অফিসার ইনচার্জ আমির হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার সাজ্জাদুর রহমান, দাড়িয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান আনসার আলী আসিফ, সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ আরো অন্যান্য অফিসার বৃন্দ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূরুল ইসলাম জানান, ২০১৯-২০ অর্থ বছরের উন্নয়ন সহায়তার আওতায় (৫০% ভর্তুকিতে) এ উপজেলায় দুইজন কৃষককের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়। কম্বাইন হারভেস্টারের দাম ৩০লাখ টাকা। ৫০% ভর্তুকিতে কৃষকরা ক্রয় করেন। এ মেশিন দিয়ে প্রতি ঘণ্টায় ধান কাটা যাবে এক একর।

এছাড়াও ধান কাটা, মাড়াই, ঝারা, ও প্যাকেটজাত করা যাবে কম্বাইন হারভেস্টার ধান কাটার মেশিন দিয়ে। এক একর জমিতে ডিজেল খরচ হবে মাত্র ৮ লিটার। ফলে উপজেলার কৃষকের সোনালী ফসল ঘরে উঠবে সময় মতো।

 

Print Friendly

Related Posts