টাঙ্গাইলে ৬ পুলিশ সদস্যসহ নতুন করে আক্রান্ত ৩২

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় নতুন করে ৬ পুলিশ সদস্যসহ আরও ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।এনিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫০৮ জনে।

শুক্রবার (২৬ জুন ) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

নতুন আক্রান্তের মধ্যে রয়েছে টাঙ্গাইল সদর ১৩, মির্জাপুর ১০, দেলদুয়ার ২, বাসাইল ২, সখীপুর ১, নাগরপুর ১, ঘাটাইল ১, গোপালপুর ১, মধুপুর ১।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ঢাকায় প্রেরিত নমুনার ফলাফলের মধ্যে আজ টাঙ্গাইলে নতুন করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। টাঙ্গাইলে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১১ জন এবং সুস্থ হয়েছেন ১৭৭ জন।বর্তমান চিকিৎসাধীন রয়েছে ৩২০ জন। নতুন আক্রান্তের মধ্যে ছয় জন পুলিশ সদস্য রয়েছেন।

টাঙ্গাইলে ১২ টি উপজেলার করোনায় আক্রান্ত সংখ্যা হলো, টাঙ্গাইল সদর ৮৭, মধুপুর ৩০, ধনবাড়ী ২২, গোপালপুর ২৮, ভূঞাপুর ২৯, ঘাটাইল ২২, কালিহাতী ৩৫, নাগরপুর ৩৭, দেলদুয়ার ৩৩, মির্জাপুর ১৫৫, বাসাইল ১২, সখীপুর ১৮। জেলায় শনাক্ত সংখ্যা দাঁড়ালো ৫০৮ জনে।

 

 

Print Friendly

Related Posts