নাটোরে স্থানীয় সরকারের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ঢাকা আহ্ছানিয়া মিশনের আয়োজনে লাইট হাউস কনসোর্টিয়াম-যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে ‘ড্রাগএ বিউজ রেসিসটেন্ট অ্যান্ডআন্ডারস্ট্যান্ডিং (দাড়াও)’ প্রকল্পের আয়োজনে ১ সেপ্টে¤র স্থানীয় সরকারের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউএস এইড এবং ইউকে এইড-এরআর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং অ্যাডভোকেসি অ্যান্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় রাজশাহী ও নাটোর জেলায় দাড়াও প্রকল্পটি মাঠপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে।

সভায় ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ এর সভাপতিত্বে নাটোর পৌরসভার মেয়র ওমা চৌধূরী প্রধান অতিথি ছিলেন।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন।

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন লাইট হাউজের নির্বাহী প্রধান মো.হারুন-অর-রশিদ। এরপর সভার মূল বক্তব্য তুলে ধরে উপস্থাপনা করেন দাড়াও প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ মনোয়ার হোসেন।

এছাড়াও সভায় বক্তব্য প্রদান করেন এনএসকেএসএর নির্বাহী পরিচালক রওশন আরা।

দাড়াও প্রকল্পেরএডভোকেসি অফিসার উম্মে জান্নাতের সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন নাটোর জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, মেম্বার, পৌর কাউন্সেলর এবং সুশীল সমাজের প্রতিনিধিগন।

সভায় বক্তব্য প্রদান করেন নলডাংগা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আসাদুজ্জামান, লালপুর উপজেলা চেয়ারম্যান মো: ইসহাক আলী, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. মো: সিদ্দিকুর রহমান পাটোয়ারী এবং অধ্যাপক সুবিধকুমার মৈত্র ।

বক্তারা বলেন, নাটোরে তৃনমুল পর্যায়ে মাদক বিরোধী সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করতে হবে। এক্ষেত্রে শিক্ষ প্রতিষ্ঠানের সচেতনতামূলক সভা আয়োজনের প্রতি সকলেই গুরুত্ব প্রদান করে। আইন প্রয়োগকারি সংস্থার কার্যক্রম আরো সক্রিয় করতে হবে।

সভার প্রধান অতিথি নাটোর পৌরসভার মেয়র ওমা চৌধূরী বলেন মাদকাসক্তদের চিকিৎসার প্রতি গুরুত্ব দেয়া প্রয়োজন। তিনি বলেন নাটোর পৌরসভার পক্ষ থেকে সকল ধরণের সহায়তা প্রদান করা হবে।

সভাপতির বক্তব্যে ইকবাল মাসুদ বলেন,মাদক সমস্যা প্রতিরোধে নাটোরের স্থানীয় সরকার অনেক গুরুত্বর্পূন ভুমিকা পালন করতে পারেন, এক্ষেত্রে সুশীল সমাজকেও সহায়তা করতে হবে।

Print Friendly

Related Posts