স্যানিটেশন মাসে আরডিআরএস শায়েস্তাগঞ্জ অফিসের সভা ও দিনব্যাপী কর্মশালা

হবিগঞ্জ প্রতিনিধি: ‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি’ শ্লোগান নিয়ে জাতীয় স্যানিটেশন মাস ২০২০ উপলক্ষে আরডিআরএস বাংলাদেশ শায়েস্তাগঞ্জ এলাকা অফিসের উদ্যোগে আলোচনা সভা ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) আরডিআরএস বাংলাদেশ এর শায়েস্তাগঞ্জের এলাকা ব্যবস্থাপক মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, মাধবপুর এলাকার ঊর্ধ্বতন হিসাব কর্মকর্তা ইকবাল হোসেন, রংপুর প্রশিক্ষণ বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা বাদশা আলমগীর, আবদাল রহমান, শায়েস্তাগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. আশিক ইকবাল, চুনারুঘাট শাখা ব্যবস্থাপক মো. মশিউর রহমান, হবিগঞ্জ শাখা ব্যবস্থাপক রনবীর রায়, মিরপুর শাখা ব্যবস্থাপক দ্বীপ কুমার সরকার, নবীগঞ্জ শাখা ব্যবস্থাপক আবু সাঈদ, শাখা হিসাব কর্মকর্তা আজগর আলী, সঞ্জয় কুমার শীল, শাখা হিসাব রক্ষক শিবাতোষ কুমার মোহন্ত, মার্জানা বেগম, সাহিদুল ইসলাম, মাইক্রোফাইন্যান্স অর্গানাইজার মো. জামরুল খন্দকার, রহিম বাদশা, সীমা রাণী দাশ, লাইজু খাতুন, নাজমিন আক্তার প্রমুখ।

এ সময় সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সদস্যদেরকে নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এখানের ন্যায় ওয়াটার এন্ড স্যানিটেশন প্রকল্পের আওতায় সংস্থার বিভিন্ন শাখায় এ কর্মসূচি পালন হয়ে আসছে।

শায়েস্তাগঞ্জ এলাকা ব্যবস্থাপক মো. আজহারুল ইসলাম বলেন, শুধু এ দিবস নয় সংস্থার পক্ষ থেকে ১৫ অক্টোবর হবিগঞ্জ শাখায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।

এছাড়াও হবিগঞ্জের ৫টি উপজেলায় ৮টি শাখার ৫৬ জন কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে ঋণ প্রোগ্রামের পাশাপাশি জনসেবামূলক কর্মকান্ড পরিচালনা হয়ে আসছে। আর স্বাস্থ্য সেবার স্বার্থে সংস্থার পক্ষ থেকে স্যানিটারি লেট্রিন ও টিউবওয়েলের জন্য সহজশর্তে ঋণ প্রদান করা হচ্ছে। এতে দরিদ্র জনগোষ্ঠীর লোকেরা উপকৃত হচ্ছেন।

এম এম চৌধুরী/এইচ

Print Friendly

Related Posts