ভোলায় করোনাভাইরাস প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি: গত ৬ নভেম্বর শুক্রবার ভোলার বাপ্তা ইউনিয়নের কোস্ট, সিএফটিএম প্রকল্পের আওতায় করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা জলবায়ু ফোরাম সভাপতি মোঃ মোকাম্মেল হক মিলন বলেন, করোনকালীন সময় নিয়মিত ঘরের বাহিরে গেলে মাস্ক পড়তে হবে।

তিনি ঘন ঘন হাত ধোঁয়া ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলারও পরামর্শ দেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জলবায়ু ফোরাম সদস্য- হাজেরা আক্তার ইমা, শিক্ষার্থী-তানহা এবং সিএফটিএম প্রকল্পের প্রোগ্রাম অফিসার, রাজিব ঘোষ।

এছাড়াও ভোলায় ধনিয়া ইউনিয়নের নাছির মাঝি ও চর স্যামাইয়া বন্ধুজন স্কুলের নিকটে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

নাছির মাঝিতে অনুষ্ঠিত উঠান বৈঠকে জলবায়ু ফোরাম, সভাপতি- মোঃ মোকাম্মেল হক মিলন ও সদস্য মোঃ এরশাদ বক্তব্য রাখেন।

আর চরস্যামাইয়ায় অনুষ্ঠিত উঠান বৈঠকে জলবায়ু ফোরাম, সভাপতি- মোঃ মোকাম্মেল হক মিলন ও সদস্য মোঃ শরিফ হোসাইন, সিপিপি ইউনিয়ন টিমলিডার মোঃ মাকসুদুর রহমান ও সিএফটিএম প্রকল্পের প্রোগ্রাম অফিসার, রাজিব ঘোষ বক্তব্য রাখেন।

বক্তাগণ করোনার দ্বিতীয় ঢেউ আসার আগে যাতে সকলে সচেতনভাবে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করে তার পরামর্শ প্রদান করেন।

Print Friendly

Related Posts