জিলক্বদ মাস শুরু রোববার

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বাংলাদেশের আকাশে ১৪৩৯ হিজরি সনের পবিত্র জিলক্বদ মাসের চাঁদ দেখা গেছে। ফলে রোববার (১৫ জুলাই) থেকে জিলক্বদ মাস গণনা শুরু হবে।

শনিবার (১৪ জুলাই) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য ড. মোয়াজ্জেম হোসেন।

সভায় তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস) মো. মিজান-উল-আলম, সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা মুহ. সাইফুল্লাহ, ওয়াকফ প্রশাসক মো. শহীদুল ইসলাম, ঢাকা জেলার এডিসি মো. শাহিদুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও ড. মো. মাহমুদুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মো. শাখাওয়াত হোসেন, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার উপাধ্যক্ষ মুহাম্মদ আবদুর রশীদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবদুর রহমান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব ক্বারী আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ২৯ শাওয়াল ১৪৩৯ হিজরি, ৩০ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ১৪ জুলাই ২০১৮ খ্রিস্টাব্দ শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলক্বদ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৩১ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ১৫ জুলাই ২০১৮ খ্রিস্টাব্দ রোববার থেকে পবিত্র জিলক্বদ মাস গণনা শুরু হবে।

Print Friendly

Related Posts