দুমকিতে সৌহার্দ্য ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী প্রচারণা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: “এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি”- স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে মাদকবিরোধী প্রচারণা চালিয়েছে সৌহার্দ্য ইয়ুথ ফাউন্ডেশন।

বুধবার উপজেলার সরকারি লেবুখালী হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়, এ.কে মডেল মাধ্যমিক বিদ্যালয় ও দুমকি-সাতানি আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল ও মাদকবিরোধী স্লোগান সম্বলিত স্টিকার বিতরণ করেছে ফাউন্ডেশনটি। এসময় শিক্ষার্থীদের মাঝে মাদকের শারীরিক ও সামাজিক কুফলসমূহ বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

এদিকে সংগঠনটির এ ধরনের ব্যতিক্রমী প্রচারণার প্রশংসা করেছেন স্থানীয় সচেতন মহল। এবিষয়ে সৌহার্দ্য ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার জুনায়েদ মোহাম্মদ হাসিব বলেন, মাদকের বিরুদ্ধে তরুণ শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে আমাদের এই মাদকবিরোধী  প্রচারণা। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

Related Posts