গ্রাম পুলিশের বিপদে সব সময় পাশে আছে ঢাকা জেলা পুলিশ

গ্রাম পুলিশদের সাথে ব্রিফিং এ পুলিশ সুপার  মারুফ হোসেন সরদার 
রাসেল হোসেন, ধামরাই: গ্রাম পুলিশ যদি কোন বিপদে পরে সঙ্গে সঙ্গে থানার ওসি যাবে, সার্কেল যাবে, প্রয়োজন হলে এসপি যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার  মোঃ মারুফ হোসেন সরদার।
সোমবার (২০ জানুয়ারি)  দুপুরে ধামরাই থানা প্রাঙ্গনে গ্রাম পুলিশদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং এ এসব কথা বলেন। এসময় ধামরাইয়ে দুই শতাধিক গ্রাম পুলিশের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
ধামরাই থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) মাসুদুর রহমানের সঞ্চালনায় অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম সেবা, পিপিএম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) উত্তর সাইদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক ডিবি মোঃ আবুল বাশার, পুলিশ পরিদর্শক কামাল হোসেন প্রমুখ।
Print Friendly, PDF & Email

Related Posts