খান বাহাদুর নূরুজ্জামানের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত

মোকাম্মেল হক মিলন: সাবেক এমবিই ও বিশিষ্ট আইন বিশারদ, ভোলার গণ মানুষের নেতা মরহুম অ্যাডভোকেট খান বাহাদুর নূরুজ্জামান এর ৪৮ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

ভোলা সদরে শনিবার সকালে রশিদ ফাউন্ডেশন, বাংলাদেশ ও ভোলার ডায়াবেটিক হাসপাতাল যৌথ উদ্যোগে খলিফাপট্টি ফেরদাউসিয়া হাফেজিয়া মাদরাসায় মরহুমের কর্মময় জীবনের উপর এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক ও ভোলা ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুছ। বিশেষ অতিথি ছিলেন ভোলা পাদুকা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সেন্টু, খলিফাপট্টি ফেরদাউস জামে মসজিদের পেশ ঈমাম আলহাজ্ব মাওলানা মুজির উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, সিরাজুল ইসলামসহ খলিফাপট্টি ফেরদাউসিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও ছাত্ররা।

অনুষ্ঠানে খান বাহাদুর নূরুজ্জামান এর কর্মময় জীবনি নিয়ে আলোচনা করা হয়।

এরপর মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে খলিফাপট্টি ফেরদাউসিয়া হাফেজিয়া মাদ্রাসা এছাড়াও শহরের বেশ কয়েকটি মজসিদে মরহুমের জন্য দোয়া ও মিলাদ মহাফিল অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, মরহুম খাঁনবাহাদুর নূরুজ্জামান ১ জানুয়ারি ১৮৯৫ ইং তারিখে বর্তমান ভোলা জেলার পুরাতন দৌলতখান থানায় তদান্তিন মহকুমার বিজয়পুর নামক গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল শেহালুদ্দিন মুন্সী ওরফে সেলু মুন্সী। ওই সময় বর্তমান ভোলা জেলা দক্ষিণ শাহাবাজপুর নামে পরিচিত ছিল। সেলু মুন্সীর একটি পাকাবাড়ী ছিল এবং চারদিকে ইটের দেওয়াল ছিল। তিনি ইসলাম ও সাধারণ জ্ঞান সম্পন্ন, ইংরেজি ভাষায় বিশেষ পারদর্শী ছিলেন।

নূরুজ্জামান ছোট বেলা থেকে ছিলেন প্রখর মেধাবি ও সুনিপুণ কর্মবীর। তিনি লেখা পড়ার জন্য ভোলা, বরিশাল, নোয়াখালীর বিভিন্ন স্থানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯১০ সালে এন্ট্রান্স পান করেন। তখনকার শিক্ষা কারিকুলাম অনুযায়ী কলিকাতা থেকে ১৯১২ সালে আইন বিষয়ে ডিগ্রি লাভ করেন। ১৯১৪ সালে তিনি ভোলা মহকুমার একজন মুসলিম আইনজীবী হিসেবে আত্মনিয়োগ করেন। সে সময় ব্রিটিশদের কষাঘাতে মুসলমানগণ উন্নতর জীবন থেকে বঞ্চিত ছিল। তৎকালীন সময়ে খান বাহাদুর নূরুজ্জামান ভোলার অন্যতম ক্ষমতাধর আইনজীবী হিসেবে তার নাম পূর্ব-পশ্চিম বাংলার সর্বত্র ছড়িয়ে পরে। আইনজীবী পেশায় তিনি স্বীয় যোগ্যতা ও দক্ষতার কারণে ভোলা আইনজীবী সমিতির সভাপতি ও ব্রিটিশ সরকারের আইন উপদেষ্টা ছিলেন।

১৯২৩-২৫ সালে নূরুজ্জামান বর্তমান ধনিয়া ইউনিয়নের গঙ্গার্কীর্তি গ্রামে মল্লিকা বালিকা বিদ্যালয় স্থাপন করে নারী শিক্ষার অগ্রগতি সাধন করেন এবং ১৯২৫ সালে ভোলার প্রথম এ রব হাই মাদ্রাসা (নিউ স্কীম) তার অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ জৌনপুরের পীরে কামেল মরহুম মাওলানা আঃ রব (রহ:) এর উদ্যোগে উক্ত মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। যা কেবলমাত্র ইসলাম কেন্দ্রীক পাঠদান হত। অতঃপর খান বাহাদুর নূরুজ্জামান শিক্ষাকে যুযোপযোগী করার লক্ষ্যে নিউ স্কীম তথা ইসলামের শিক্ষা ও সাধারণ শিক্ষার সমন্বয় করে সর্ব সাধারণকে শিক্ষার প্রতি উৎসাহিত করেন। যা খান বাহাদুর নূরুজ্জামান সাহেবের চেষ্টায় শিক্ষা বিভাগ কর্তৃক অবিভক্ত বাংলায় স্বীকৃতি লাভ করে।

১৯২৬ সালে ইংরেজ সরকার কর্তৃক অবহেলিত মুসলমানদেরকে উন্নত শিক্ষার লক্ষ্যে ভোলায় খান বাহাদুর নূরুজ্জামানের নেতৃত্বে মুসলিম ইন্সটিটিউট এন্ড পাবলিক লাইব্রেরী স্থাপন করা হয়। তিনি ১৯২৭-২৮ সালে বর্তমান ভোলার পুলিশ সুপার কার্যালয়ের সামনে প্রথম মেগা ডিপ কল স্থাপন করে ভোলার লোকদের বিশুদ্ধ পানিয় জলের সু-ব্যস্থার জন্য বিশাল দিঘি খনন করেন। অনুরুপভাবে ইলিশা রাস্তার মাথায় সরকারি দিঘি খনন করেন এবং রতনপুর বাজারের সরকারি দিঘি ও পূর্বে স্টিমারঘাট সংলগ্ন দিঘি সবই তাঁর প্রচেষ্টায় খনন করা হয়।

১৯২৮-৩০ সালের মধ্যে ভোলা টাউন নাগরিক বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। তখন খান বাহাদুর নূরুজ্জামানকে উক্ত কমিটির কনভেনর করা হয়। বিগত ১৯২১ সালে ভোলার প্রথম সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক প্রতিষ্ঠা হলে তিনি সর্ব প্রথম উক্ত ব্যাংকের সেক্রেটারি এবং বেশ কিছুকাল সভাপতি ছিলেন। তখন তার নাম পূর্ব ও পশ্চিম বাংলায় প্রকাশ পায়। ব্রিটিশ সরকার ১৯৩৫ সালে তাকে স্বর্ণের সমবায় মেডেল প্রদান করেন। এসব কারণে তাকে ব্রিটিশ সরকার ১৯৩৭ সালে খাঁনবাহাদুর উপাধিতে ভূষিত করেন।

১৯৩৮-৪০ সালের মধ্যে খান বাহাদুর নূরুজ্জামানের সত্য, ন্যায়-নিষ্ঠা, কর্মদক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতার সুনাম ভারত উপমহাদেশের সর্বত্র ছড়িয়ে পরলে তিনি ব্রিটিশ সরকারের সুদৃষ্টিতে পড়েন। যার ফলে তাকে এমবিই টাইটেল দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু শর্ত ছিল যে কোন জমিদার ব্যতিত এমবিই টাইটেল পেতে পারে না। তাই ব্রিটিশ সরকার তার জমিদারী আইন সংশোধন পূর্বক কোর্ট জমিদার গেজেট নোটিফিকেশন এর মাধ্যমে তাকে বর্তমানে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ৫০০ (পাঁচশত) একর জমি বরাদ্দ পূর্বক তার নামে নুরাবাদ মৌজা এবং তার স্ত্রী আমেনা বেগমের নামে আমিনাবাদ মৌজা নামকরণ পূর্বক ঘোষণার মাধ্যমে কোর্ট জমিদার হিসেবে ১৯৪০ সালে স্বীকৃতি প্রদানের পর তাকে এমবিই (Member Of The Order Of The British Empire) উপাধিতে ভূষিত করেন। যা নুরাবাদ এস্টেট নামে পরিচিত ছিল। এরপর ১৯ জুন ১৯৪১ তারিখে এমবিই টাইটেলের এক বছর পূর্তি হিসেবে গেজেট প্রকাশ করা হয়। ব্রিটিশ সরকার ভোলার খান বাহাদুর নূরুজ্জামান ব্যতিত উপমহাদেশে কাউকে জমিদার বানিয়ে এ বিরল সম্মান এমবিই টাইটেল প্রদান করেননি।

১৯৪১ সালের ২৫-২৬ মে বর্তমান ভোলা জেলায় এক অনাকাঙ্খিত প্রবল বন্যা হলে এ অঞ্চলে সরকারি হিসাব অনুযায়ী তিন হাজারের অধিক লোক প্রাণ হারায়। বাড়ি-ঘর, গাছ-পালা বিলিন হয়ে যায়। ব্রিটিশ সরকার অত্র এলাকার জন্য কোন সাহায্য দেননি। যার কারণে নূরুজ্জামানকে ব্রিটিশ সরকার কর্তৃক দেয়া জমিদারি স্টেট অর্থাৎ নুরাবাদ ও আমিনাবাদ মৌজার ৫০০ (পাঁচশত) একর জমি বিক্রয় করে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের লঙ্গর খাইয়ে জীবন বাঁচিয়ে ছিলেন।

১৯৪৬ সালে অবিভক্ত ব্রিটিশ ভারতের তিনি ভোলার একমাত্র বঙ্গিয় আইন পরিষদের (এমএলএ) প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন। নূরুজ্জামান সাহেব পূর্ব বাংলার গণপরিষদের (বিধান সভার) সদস্য হিসেবে যোগদান করেন। ১৯৪৬ সালে অবিভক্ত বাংলায় হিন্দু-মুসলমান সাম্প্রদায়িক (Communal Riot) দাঙ্গায় বহু হিন্দু-মুসলমান মারা যায় ও ক্ষয়-ক্ষতির সম্মুখিন হয়। কিন্তু ভোলা মহকুমায় খাঁনবাহাদুর নূরুজ্জামানের অকান্ত পরিশ্রম ও অভিজ্ঞতা ও দুরদর্শিতায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। হিন্দু-মুসলমান সকলেই একই সাথে শন্তিপূর্ণভাবে বসবাস করেছে।

১৯৪৭ সালের ১৪ই আগষ্ট ভারত উপমহাদেশ দ্বি-জাতিতত্ত্ব ভিত্তিতে পাকিস্তান ও ভারত নামে দুটি রাষ্ট্র সৃষ্টি হইলে খান বাহাদুর নূরুজ্জামান পূর্ব পাকিস্তান গণপরিষদের (বিধান সভার) সম্মানিত সদস্য হিসেবে ১৫ই আগষ্ট যোগদান করেন। যে সময় কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ সাহেবের নির্দেশে ব্রিটিশ সরকার কর্তৃক পূর্বে দেওয়া সকল সম্মাননা মেডেলসমূহ ফেরত দেওয়ার নির্দেশ দেন। তখন খান বাহাদুর নূরুজ্জামান তার সকল সম্মাননা মেডেলসমূহ লন্ডনে ফেরত পাঠিয়ে দেন। ১০০ গ্রাম ওজনের প্লাটিনাম মেডেল এবং ১০০ ভরি স্বর্ণের মেডেল যার বর্তমান মূল্য ৫০ কোটি টাকা।

উল্লেখ্য, যে ব্রিটিশ সম্রাট যাদেরকে ভারতীয় উপমহাদেশে সম্মাননা মেডেল দিয়ে ছিলেন খাঁনবাহাদুর নূরুজ্জামান ছাড়া অন্য কেউ তা ফেরত দেননি। তিনি ১৯৩০ সাল থেকে ১৯৫৪ সাল পর্যন্ত বরিশাল জেলা বোর্ডের সম্মানিত সদস্য ছিলেন। তিনি ১৯৪৭ সালের ১৫ আগষ্ট হইতে ১৯৫৪ সাালের ৩১ মার্চ পর্যন্ত পূর্ব পাকিস্তান সরকারের গণপরিষদের (বিধান সভার) সম্মানিত সদস্য ছিলেন। পাকিস্তান রাষ্ট্রের শেষ দিকে বৃদ্ধ বয়সে খান বাহাদুর নূরুজ্জামান সাহেব অবসরে দিন অতিবাহিত করতেন।

তখন ১৯৬৯, ১৯৭০, ১৯৭১ এর অগ্নিঝরা দিনগুলির প্রতি তিনি আন্তরিক সমর্থন ব্যক্ত করেছেন। তখন তার বড় কন্যা টিএন রশিদ (ডি লিট) কবিরত্নকে অসহযোগ আন্দোলন পরিচালনা পূর্বক স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে বাঙ্গালী জাতিকে রক্ষার নির্দেশ দেন। খান বাহাদুর নূরুজ্জামান সাহেবের নির্দেশে টিএন রশিদ তখনকার আওয়ামী লীগের কিছু সংখ্যক মহিলা প্রেসিডিয়াম সদস্য সহকারে (যাদের মধ্যে অনেকেই বর্তমান সরকারের মন্ত্রী পদে বহাল আছেন) ঢাকা বিশ্ববিদ্যালয় শেষ বর্ষের অনেক ছাত্রী ও ঢাকার বিভিন্ন কলেজের জিমনেসিয়ামের ছাত্রীসহকারে সর্বমোট ২০০ জনকে নিয়ে ঢাকা সিটি মহিলা সংগ্রাম পরিষদ গঠন পূর্বক স্বাধীনতার জন্য রাইফেল ট্রেনিং ও নার্সিং প্রশিক্ষণ দেন। টিএন রশীদ (ডি লিট) কবিরত্ন এর নেতৃত্বে প্রশিক্ষণ দলটি ১৯৭১ এর ২৩ মার্চ মরিচা হাউজ (সাজেদা চৌধুরীর বাসভবন) থেকে মানিক মিয়া এভিনিউ দিয়ে দেশ-বিদেশের সাংবাদিকদের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর ৩২ নম্বর ধানমন্ডির বাসভবনে (বর্তমানে যাদুঘর) গার্ড অব অনার প্রদান করেন এবং টিএন রশীদের হাতে থাকা বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা বঙ্গবন্ধুর হাতে তুলে দেন। উল্লেখিত ঘটনার পরিপ্রেক্ষিতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে ভোলার মুক্তিযোদ্ধাগণ খান বাহাদুর নূরুজ্জামানের স্বাধীনতা প্রাপ্তির (সম্মান প্রদর্শণ করেন) গার্ড অব অনার প্রদান করেন।

অবশেষে মহান এই কর্মবীর খাঁনবাহাদুর নূূরুজ্জামান ১৯৭২ সালের ১২ সেপ্টেম্বর ৭৭ বছর বয়সে তাঁর ভোলা শহরের উকিলপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Print Friendly

Related Posts