কবি নাসির আহমেদ’র এ সময়ের কবিতা

মানুষের প্রতিচ্ছবি

 

নিজেকে অচেনা লাগে। আয়নায় তাকাই :
দেখি প্রতিবিম্বহীন আমি, প্রতিচ্ছায়াহীন
কিছুই পাইনা, শুধু কাচ ও পারদ
দৃশ্যহীন-প্রতিচ্ছবিহীন,আমি সাদা কাচ!
জ্ঞানীর ভঙ্গিমা নিয়ে তাকাই নিজের দিকে
প্রতিধ্বনি পেয়ে যাই ক্বলবে আমার!
যেন স্বচ্ছ নীলাকাশে একখণ্ড কালো মেঘ আমি!
নিজেরই দীণতা দেখে ফেলি অকস্মাৎ।
আপন বিভ্রম নিয়ে মানুষ বিমুগ্ধ নার্সিসাস!
আয়নায় বিম্বিত ছবি হঠাৎ চৌচির ফেটে যায়
মানুষ জানে না তার দেখা যে কতটা কম!
জানা যে কতটা ক্ষুদ্র ! ভুল সবই ভুল।
গবাদি পশুরও কিছু কৃতজ্ঞতা থাকে
বন্যপশু তারও আছে ন্যায়-নীতি আঘাত না পেলে
শুধু মানুষ বোঝে না তার চরম মূর্খতা!
ধ্যানীর ভঙ্গিমা তার সাধক না হয়ে!
অন্ধকারে ডুবে আছো চাই আলো অন্বেষণ
শিশুর সারল্যে তুমি বৃক্ষজ্ঞান ধরো।

২৩/০১/২১

Print Friendly, PDF & Email

Related Posts