নবীনগরের সাংবাদিক নজরুল ইসলামের দাফন সম্পন্ন

নুরে আলম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক আমাদের অর্থনীতির নবীনগর উপজেলা প্রতিনিধি ডা. মো. নজরুল ইসলাম (৬৫) এর দাফন সম্পন্ন হয়েছে।

তিনি করোনার থাবা থেকে রক্ষা পাওয়ার একদিন পরই চলে যান না ফেরার দেশে। করোনায় আক্রান্ত হয়ে গত ২৫ জুলাই নবীনগর হাসাপাতালে ভর্তি ছিলেন। পরে অবস্থার অবনতি হলে গত শুক্রবার রাতে ঢাকায় নিয়ে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার কোভিড পরীক্ষায় নেগেটিভও আসে তার। গত রবিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। রবিবার রাতেই তার লাশ নবীনগরে আনা হয়।

সোমবার সকাল ১০টায় নবীনগর ইচ্ছাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন ও গভীর শোক প্রকাশ করেন।

জানাজা নামাজ শেষে নজরুল ইসলামের লাশ তার দীর্ঘদিনের কর্মস্থল নবীনগর প্রেসক্লাবের সামনে নেওয়া হলে এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। প্রেসক্লাবের পক্ষ থেকে তার কফিনে ক্লাবের পতাকা ও ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান ক্লাবের সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ কবরস্থানে তার বাবা-মায়ের কবরের লাশ দাফন করা হয়।

মুত্যুকালে ৩ ছেলে ১ মেয়ে ১ স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Print Friendly, PDF & Email

Related Posts