ধারাবাহিক ‘ক্যাচাল’ নিয়ে ক্যাচাল

তরুন নাট্য-নির্মাতা এস এম রুবেল রানা পারিবারিক গল্পে ধারাবাহিকের প্রথম লটের কাজ শেষ করেছেন। নাম ‘ক্যাচাল’। নামের মতোই ধারাবাহিকটির বিভিন্ন চরিত্র। আর সেসব চরিত্রের ‘ক্যাচালে’ সুখী পরিবারে দুঃখ নেমে আসে। এসব চরিত্র রূপায়নে যেমন কুটিলতা এসেছে আর এই কুটিলতা সিনেমাটিক নিষ্ঠুরতাবিবর্জিত হাস্যরসে এগিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিকটি।

সম্প্রতি রাজধানীর উপকণ্ঠে পুবাইল ও আড়াই হাজারে শেষ হয় জাহিদ বাবুলের গল্পে ধারাবাহিক ‘ক্যাচাল’-র প্রথম লটের কাজ।

আতৈচি ভিশন ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত ধারাবাহিকটিতে রওনক হাসান, ঊর্মিলা শ্রাবন্তী কর, আশিক চৌধুরী, তাকের স্বপন, অলিউল হক রুমি, আইনুন হক পুতুল, চাষী আরিফ, সেলিম রেজা, জামাল রাজা, তানিয়া ঋতু, শর্মী ইসলাম প্রমুখ অভিনয় করেছেন।

গল্পের সার-সংক্ষেপ:

চার ভাই এক বোনের অবস্থাসম্পন্ন সংসার। ভাইবোনদের সন্তান আদরে মানুষ করছে বড়ভাই জহর। খুঁতখুঁতের স্বভাবের কারণে বার বার পিছিয়ে যায় বড় ভাইয়ের বিয়ে। এতে করে আটকে যায় বাকিদের বিয়ে। বাড়িতে প্রতিটি ভাই একেক রকম বৈশিষ্টের। কেউ ব্যায়াম করেই সময় পার করছোতো কেউ জ্ঞান বিতরণ করে বেড়াচ্ছে। কেউবা খেলাধুলায় মনোযোগী, তার আবার দলবলে ওঠাবসা। একমাত্র বোন রুপসীর রান্নায় উদরপূর্তি করেন চার ভাই। তাই তাকে কেউ চাঁতে চান না। সবার ছোট গহর প্রেমিক তবে ভীষণ কিপটে স্বভাবের।

ছোটভাইদের তীব্র প্রতিবাদের মুখে একসময় ছোটবোন রুপসীর বিয়ে দিয়ে নিজে বিয়ে করতে রাজি হয় জহর। সুযোগ পেয়ে বোনও ঘরজামাই রাখার শর্তে বিয়ে করে। জামাইয়ের নাম নজর আলী। নামের মতোই ক‚টিল তার চরিত্র। শর্তানুযায়ী এবার জহর বিয়ে করলো। দেবরদের সঙ্গে তার দারুন সখ্য। তবে গহরের সঙ্গে ভাবটা একটু বেশি।

নিঃসন্তান চেয়ারম্যান তোরাব আলী। একমাত্র বোন আদুরীর নজর ওই চেয়ারের দিকে। জানতে পেরে বিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ে তোরাব। অহংকারী তকমার কারণে পাত্র পাওয়া দায়। তবে সে কাজটি সহজ করে দেয় জহরের স্ত্রী। দেবর গহরের জন্য বুদ্ধি খাটিয়ে ঘরে আনে আদুরীকে।

বাড়িতে পা রেখেই চেয়ারম্যানি শাসন শুরু করে আদুরী। সঙ্গে যোগ দেয় ননদের জামাই নজর আলী। দুই ভাবী আর বোনের ‘ক্যাচালে’ দুঃশ্চিন্তায় পড়ে বাকি ভায়েরা। অনেক দেখেশুনে শিক্ষিত দেখে নহর বিয়ে করে। তবে যে আশায় তাকে বিয়ে করে নহরের সে আশা পূরণ হয় না, বরং উল্টো ‘ক্যাচাল’-এ পড়ে বউ হারাতে বসে। অবস্থা যখন এমন তখন প্রেমিকপুরুষ ছোট গহর প্রেমিক পরিচয়ে বাড়িতে এসে হাজির পাখি নামের মেয়ে। বাধ্য হয়ে বিয়ে করতে।

এদিকে নজর আলীর ক‚টচালে শুরু হয় সংসার ভাঙার। নেপথ্যে ইন্দন দেয় চেয়ারম্যান তোরাব আলী। বাদ্যবাজনার মতোই তার ক্যাচাল-এ পৃথক হতে থাকে ভাইদের সংসার।

ধারাবাহিকটি একুশে টেলিভিশনে প্রচার হবে রাত ১০:৩০মিনিটে প্রতি সোম মঙ্গল ও বুধবার।

Print Friendly

Related Posts