না দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে দেশে পা রেখেই মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল। সারা শহর শোভাযাত্রা করে বাফুফে ভবনে পা রেখে পেয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সংবর্ধনা।
শনিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করলেন বাংলার মেয়েরা।
সকালে সাফে বাংলাদেশ দলে থাকা ২৩ জন ফুটবলার ও ম্যানেজার মাহমুদা অনন্যা গিয়েছেন প্রধান উপদেষ্টার বাস ভবনে। সেখানেই তাদের সঙ্গে যোগ দিয়েছেন কোচ পিটার বাটলার। চ্যাম্পিয়ন হওয়া পুরো দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।
তবে, আগের মতো ফুটবল ফেডারেশনের বিভিন্ন কর্তা বা অন্যান্য স্টাফদের এই সাক্ষাতে দেখা যায়নি। যাওয়া হয়নি মিডিয়া অফিসারেরও।
সাফে চ্যাম্পিয়ন হওয়া পুরো দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। ২৫ সদস্যের টিমের সঙ্গে নাস্তাও করেন উপদেষ্টা। সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তিনি জানান, মেয়েদের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা নিয়ে।
আসিফ মাহমুদ বলেছেন, ‘আপনারা জানেন, প্রধান উপদেষ্টা সাফজয়ী নারীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি সব নারী ফুটবলারদের কথা শুনেছেন। সবার কথা লিখিত আকারে চেয়েছেন। খেলোয়াড়রা লিখিত আকারে জমা দিবেন। তিনি আরও উৎসাহ দিয়েছেন মেয়েদের। যাতে মেয়েদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকে।
নারী ফুটবলারা তাদের সাইন করা জার্সি ও ফুটবল উপহার দিয়েছেন। তিনিসহ আমরা সবাই নারী ফুটবল টিমের সঙ্গে নাস্তা করেছেন। তাদের সব সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সেগুলো সমাধানের জন্য স্যার ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন।’