স্বপ্ন সংশয়
মাঝে মাঝে উঁকি মারে
বেগানা স্বপ্ন আর কল্প শরীর
সুযোগ পেলে ঠোকরও দিতে চায়
সংশয়ে থাকি, হতাশায় ভুগি।
কখন জানি ছোবল মেরে ক্ষতবিক্ষত করে দেয়
নির্মল মনটাকে
তাইতো পালিয়ে বেড়ায়
মনটাকে আধুনিকতার ছোয়া পেতে দিই না
এই ভয়ে,
না জানি সে বেগানা স্বপ্নের হাতছানিতে
হয়ে যায় পথ ভ্রষ্ট
মিলে যায় চোরা বালিতে…
আজ বৃষ্টি হবে
দিগন্ত থেকে দিগন্তর সারা আকাশ জুড়ে
মন মেঘের ছুটোছুটি
পুকুর ডোবা মুখরিত ব্যঙ্গের ঘ্যাঙর ঘ্যাঙর শব্দে
বর্ষাকে জানায় স্বাগতম
গাছে গাছে কদমও ফুটেছে
বৃষ্টির জলে স্নানের আশে
আজ বৃষ্টি হবে।
হাসবে প্রকৃতি, দুর্বার যৌবনে নেচে উঠবে আবার
পুকুর জুড়ে প্যাক প্যাক শব্দে পাতি হাসের লাফালাফি
গর্তের ভিতরে লুকিয়ে থাকা পিপীলিকাও
ডানা মেলে বেরিয়ে এসেছে
আজ বৃষ্টি ছোবে বলে।
বাবলার ডালে ঝুলন্ত বাসার পাখিটি দিশেহারা
ছোট ছানা দু’টি নিয়ে; কেননা আজ বৃষ্টি হবে।