(কন্যা ফারজানা শারমিনকে নিবেদিত)
পুনরায় যদি এই জীবনের হালে পাই জল
সেই সাথে পালে লাগে অনুকূল হাওয়া-
তাহলে নতুন করে ধরবো নাঙল
শুরু হবে নতুন মাত্রা-সুরে আবারো গান গাওয়া।
কতোকি ভাবতে ভাবতে অতীতে ফিরে যাই
হয়ে পড়ি যেন এক উচ্ছল কিশোর বালক,
আদলে লেপ্টে থাকা সময়ের ধূলি-ছাই
উড়ে গিয়ে জ্বলে ওঠে ঝলমলে রঙিন আলোক।
কিন্তু সহসা শুনে দরোজায় কড়ানাড়ার আওয়াজ
ডুবে যায় স্বপ্নপুরির সোনালি পূর্ণিমা চাঁদ;
কন্যা এসেই জিজ্ঞেস করে- ‘আজ
কেমন আছো বাবা?’ নিতে থাকে নানান সংবাদ।
জ্ঞান ফিরে- অতঃপর কঠিন বাস্তবের মুখোমুখি-
হেসে বলি- মাগো, আছি, ভালো আছি বেশ
তোমাদের সুখে আমিও তো সুখি;
ছোট্ট ঘরে সৃষ্টি হলো অকৃত্রিম স্বর্গীয় পরিবেশ।