ভূমিকম্পে সকাল-বিকাল দুদফা কাঁপল ভারত

বিডিমেট্রোনিউজ ডেস্ক সকালে কাঁপল গুজরাট। বিকেলে  ভারত-পাক সীমান্ত লাগোয়া  বেশ কিছু অংশ। রবিবার সকাল ৯টা ২৪ মিনিট নাগাদ ভূমিকম্পে নড়ে উঠেছিল গুজরাট। কেঁপে উঠেছিল সুরাট এবং সৌরাষ্ট্রের বেশ কিছু এলাকা।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭। উৎসস্থল ছিল সুরাট থেকে ১৪ কিলোমিটার দূরে।

এখানেই শেষ নয়, ফের বিকেলে কাঁপল উত্তর ভারতের বেশ কিছু এলাকা।  এ দিন বিকেল ৫টা ২৪ মিনিটে পঞ্জাবের অমৃতসর, জলন্ধর-সহ আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে বিকেলের ভূকম্পনের মাত্রা ছিল ৪.৪।

এ দেশের পাশপাশি পাকিস্তানের লাহৌর এবং শেইখুপুরা অঞ্চলেও কম্পন অনুভূত হয়।

এখনও পর্যন্ত সকালের বা বিকেলের কোনও কম্পনেই তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

Print Friendly

Related Posts