জুননু রাইন এর কবিতা

কবি আবুল হাসানের একাকিত্বকে //

 

আমি প্রথমেই বলেছিলাম আমি একা
সেই চিৎকারে বারবার বলেছি মানুষ একা
এর পরে খেলতে গিয়ে আমি যতোবার জিতেছি হেরেছি
বা খেলতে পারিনি ততোবার জেনেছি আমি একা।

 

এখন আমি একা বললেই তা সত্যি হয়ে যায়
এর আগে জানা আমার বিশ্বাসের একারা আমার সঙ্গে
একাকিত্ব ঘোষনায় একত্রিত হয়।
আমি একা বললেই তারা জড়িয়ে ধরে বলে-
তুমি কেন মাঝে মাঝে হারিয়ে যাও

 

শতাব্দী থেকে শতাব্দী দীর্ঘ আর্তনাদে //  

একদিন বৃষ্টি হবে
ব্যথিতের রক্তক্ষরণের
গুড়ো গুড়ো দারিদ্রের শব্দে
সূর্যের লাল চোখরাঙ্গানি ঝরিয়ে
শতাব্দী থেকে শতাব্দী দীর্ঘ আর্তনাদে
…একদিন বৃষ্টি হবে।
একদিন বৃষ্টি হবে
ব্যথিতের রক্তক্ষরণের গুড়ো গুড়ো শব্দে।

 

Print Friendly, PDF & Email

Related Posts