আয়, একটা কবিতা লিখি ।। শেখ নজরুল

মানুষ জন্মে প্রতিদিন

কবিতা জন্মে কালেভদ্রে

ভালোবাসা তারও অনেক পর

পাগলের কানে ফুক দে জাতিস্বর!

 

মানুষ জন্ম, যে কেউ দিতে পারে

যে কোনো দিন, যে কোনো রোববারে

 

কবিতার জন্ম দেন স্বয়ং ঈশ্বর

পাগলের কানে ফুক দে জাতিস্বর!

 

মানুষ জন্মে সুখ নাইরে পাগলী………

 

আয়, একটা কবিতা লিখি

আয় একটা কবিতা শিখি
আয় করি এক রাতের চুক্তি
তুইও বেঁচে যা, আমারও দায়মুক্তি!
 

Related Posts