কবিতার আড্ডায় জম্মদিন

মেট্রো নিউজ : কবিতায় আড্ডায় পালিত হলো কবি,চিত্র নায়িকা রুনু আঞ্জুমানের জম্মদিন। এ উপলক্ষে বেইলী রোডের বৈচিত্র কার্যালয়ে বসেছিল কবি ও সংস্কৃতিসেবীদের মিলন মেলা।

বৈচিত্র সম্পাদক কবি শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আনন্দ আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন “কাঁটাতার-কাঁটাতার ”খ্যাত সত্তরের দ্রোহী কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি ও সংস্কৃতি সংগঠক কামরুজ্জামান, চিত্রপরিচালক মাসুদ আজাদ, কবি ও মানবাধিকার সংগঠক সানজীদ নিশান চৌধুরী, সাংবাদিক ও সংস্কৃতি সংগঠক নাঈম মোরশেদ, নৃত্যপরিচালক তুহিন হাসান, সংস্কৃতিকর্মী হাসান ইশতিয়াক সুমন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, কবিরা হচ্ছেন সমাজের বাতিঘর। সেই ঘর থেকে সৃষ্ট আলো সমাজকে আলোকিত ও মহিমান্বিত করে তোলে।

তারা বলেন, রুনু আঞ্জুমান আক্ষরিক অর্থেই একজন কবি। তার কবিতা জীবনের কথা বলে। প্রেম ও প্রকৃতির পাঠশালায় ক্রমাগত বিচরনশীল এই কবি স্বপ্ন দেখেন এক সুন্দর পৃথিবীর আর সেই লক্ষ্যে তিনি বিকশিত করেন তার চিন্তার ক্ষেত্র।তার কবিতা যেন তার স্বপ্নেরই অনুরনন।

Print Friendly, PDF & Email

Related Posts