বন্দুকের প্রতিবাদে সেক্স টয়

বিডিমেট্রোনিউজ ডেস্ক যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিনব এক প্রতিবাদের অংশ হিসেবে চার হাজারের বেশি সেক্স টয় বিতরণ করেছে। ক্যাম্পাসে অস্ত্র নিয়ে আসা যাবে এমন একটি আইনের প্রতিবাদে আয়োজিত একটি সমাবেশে এগুলো বিতরণ করেছে শিক্ষার্থীরা।

 

তারা বলছে নতুন আইনটি তাদের ঝুঁকির মধ্যে ফেলবে কারণ আইনটি ক্লাশ রুম ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য জায়গাতেই অস্ত্র বহনের সুযোগ করে দেবে। যদিও স্থানীয় একটি আইনের আওতায় এসব জায়গায় প্রকাশ্যে সেক্স টয় পর্যন্ত বহন করা যায়না।

 

স্থানীয় গণমাধ্যম বলছে সমাবেশটি ছিলো টেক্সাস রাজ্যে এটি অস্ত্র বিরোধী সবচেয়ে বড় একটি সমাবেশ। ওই সমাবেশের এক পর্যায়ে সেক্স টয় বিতরণ করা হয়। তবে ক্যাম্পাসে অস্ত্র নেয়া যাবে এর পক্ষে যারা রয়েছেন তাদের যুক্তি হলো নতুন আইন বন্দুকের মালিকের অধিকারকে সুরক্ষা দেবে।

Print Friendly, PDF & Email

Related Posts