কবি শহীদ কাদরী বুধবার আসছেন

ফকির ইলিয়াস, নিউইয়র্ক

 

 

হ্যাঁ, কবি শহীদ কাদরী আসছেন। তিনি আসছেন কফিনবন্দী হয়ে। সবাই তাঁকে দেখবেন।তিনি কাউকেই দেখবেন না।তিনি তাকিয়ে দেখবেন না- কীভাবে বদলে গেছে
তাঁর প্রিয় বাংলাদেশ।

 

এখন নিউইয়র্ক সময় ২৯ আগস্ট ২০১৬ সোমবার বিকাল ৬:০৪। কবিপত্নী নীরা কাদরী জানালেন- আজ রাত দশটার দিকেই কবি শহীদ কাদরী তাঁর প্রায় তিন দশকেরও বেশী ‘নির্বাসিত জীবন’ ছেড়ে বাংলাদেশের দিকে রওয়ানা হচ্ছেন। তাঁকে,

 

তাঁর দেহ বহন করে নিয়ে যাবে আমিরাত এয়ারলাইনসের একটি বিমান।যাচ্ছেন, নীরা কাদরী-ও। তাঁর সাথে যাচ্ছেন তাঁদের পারিবারিক বন্ধু শিল্পী সাবিনা হাই উর্বি ও কবিপুত্র আদনান কাদরী।তারা তিনজন যাবেন কাতর এয়ারওয়েজের একটি বিমানে। তারা গিয়ে ঢাকা পৌঁছার দেড় ঘন্টা পর, বাংলাদেশ সময় ৩১ আগস্ট ২০১৬ বুধবার সকাল সাড়ে আট’টার দিকে ঢাকার মাটি স্পর্শ করবে কবি শহীদ কাদরী’র দেহ বহন করা প্লেন।

 

রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দেহ গ্রহণ করা হবে। তাঁকে নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। তারপর তাঁকে বাংলা একাডেমিতে নিয়ে যাওয়া হবে।জানাজা সম্পন্ন হবার পর, সবশেষে, এই মহান মানুষটিকে সমাহিত করা হবে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।

 

হ্যাঁ- বাংলাদেশ সরকার সম্পূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব ও খরচে তাঁকে দেশে নিয়ে যাচ্ছে। এটা রাষ্ট্রের কাছে তাঁর পাওনা।

 

ইউ ডিজার্ভ ইট,ডিয়ার পোয়েট।

……………………………………………
`হে প্রিয় প্রজন্ম, তোমরা যারা কবি শহীদ কাদরী’কে দেখো নাই-তারা ঢাকায় ছুটে
এসো। তাঁকে শেষ দেখা দেখে যেও। আমি তাঁর পদযুগল ছুঁয়ে, এই নিউইয়র্ক থেকে
তাঁকে বিদায় দিচ্ছি। তোমরা তাঁকে গ্রহণ করো, গ্রহণ করো।’

 

ছবি : কবির সঙ্গে এক অনুষ্ঠানে ফকির ইলিয়াস

Print Friendly

Related Posts