তিন নায়িকার ছবি

মেট্রো নিউজ : ছবির নাম আরো একবার । টেলিফিল্ম ও সিরিয়াল মেকার জন হালদারের প্রথম ছবি। তিনে নেত্র আপ্তবাক্যের পুরোপুরি সফল রূপ। রূপা, ইন্দ্রাণী ও ঋতুপর্ণা এই ছবির তিনটি চোখ, যাদের মোহে দর্শক বাঁধা পড়বেন, মন্ত্রমুগ্ধ হবেন, আরও একবার হলমুখো হলেও আপত্তি নেই। বহু অভিজ্ঞতায় সমৃদ্ধ হলে, তবেই এমন ম্যাজিক ক্রিয়েট করা যায়।

নারীর জীবন, বিবাহই স্থির করে দেয় জীবনের গতিপ্রকৃতি। মেয়েলি বন্ধুত্ব স্থায়িত্ব পায় না। এমনই এক ভোকাট্টা হয়ে যাওয়া বন্ধুত্ব হঠাতই প্রাণ পায়। তিন বান্ধবী আবার মিলিত হয়ে বিচ্ছেদের বহু বছর পরে। জীবননদী দিয়ে তখন অনেক জলই গড়িয়ে গিয়েছে। ঝড় ঝাপটায় এফোঁড়-এফোঁড় হয়ে গেছে পাল, তবুও নতুন করে খুঁজে পেল, কিন্তু এ নতুন কতটা শান্তিময়, কতটুকু সুখকর।

তিন জাতীয়পুরষ্কার বিজয়িনী যেন কবিতা লিখলেন সারা ছবি জুড়ে।কখনও ডানা মেলে ওড়ে অনাবিল আনন্দ, কখনও বৃষ্টিধারার মতো ধেয়ে আসে কান্না, কখনও আকাশজোড়া নিঃশব্দ হতাশা। সব মিলিয়ে দশর্ককে প্রায় আবেগের ওয়ান্ডারল্যান্ডে পৌছে দিয়েছেন তাঁরা।

Print Friendly, PDF & Email

Related Posts