কাজী রিয়াজুল ইসলাম এর কবিতা

।। যদি ।।

হ্যাঁ মা, কিনছি পান-সুপারি, পাবে- যদি পারি ফিরতে বাসায়;
শুনছো, সেই গোলাপী শাড়িটা এখনই কিনলাম; পাবে
ফিরতে পারি যদি মার্কেট থেকে। তবে থেকো না অপেক্ষায়।
‘যদি’ নামের এক মহাবিশ্বাসঘাতক ভরা এই মনের এন্ভেলাপে।

মনের জমিন কেটেফেড়ে ‘যদি’ নামের এক খরস্রোতা সাগর
নিরবধি চলছে বয়ে হয়ে এক অদৃশ্য ভয়ঙ্কর নাগর।

এই ‘যদি’র বেরিগেট দিচ্ছে থামিয়ে চলার গতি,
‘যদি’র হিংস্র দানব করছে গ্রাস শিল্পীর সুমতি,
সারাক্ষণ ‘যদি’র আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার কবলে,
ক্ষত-বিক্ষত-হতাশ ‘যদি’র বিষাক্ত সর্পের ছোবলে ছোবলে।

কবে এই ‘যদি’র অদৃশ্য শকুন অজানা দিগন্তে যাবে উড়ে
কখনো কি আর শ্বেতকবুতর বসবে জীবনবৃক্ষের কোল জুড়ে?

Print Friendly, PDF & Email

Related Posts