আঠারোয় চ্যানেল আই

 বিডিমেট্রোনিউজ লাল-সবুজের বীজ বুনে, হৃদয়ে বাংলাদেশ ধারণ করে ১৮ বছরে পদার্পণ করলো দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন ‘চ্যানেল আই’। গুণীজনদের নিয়ে কেক কেটে জন্মদিনের প্রথম প্রহরে উৎসবে মাতলো চ্যানেল আই প্রাঙ্গণ।

ঘড়ির কাঁটায় রাত বারোটা ১, শুরু হয় উৎসব। তেজগাঁওয়ে নিজস্ব ভবনে চ্যানেল আই ১৮ বছরে পদার্পণের প্রথম প্রহরেই আনন্দের বন্যা।

জন্মদিনের কেক কাটার উৎসবে যোগ দেন চ্যানেল আই পরিচালনা পর্ষদ সকল সদস্য, তাদের পরিবার এবং শুভানুধ্যায়ীরা।

কৈশোর পেরিয়ে তারুণ্যের জয়গানকে সামনে এগিয়ে নিতে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য ‘আঠারোয় জয়ধ্বনি’।

১ অক্টোবর সকাল থেকেই দিনব্যাপী মিলনমেলা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর চ্যানেল আই প্রাঙ্গণ।এ

ছাড়াও ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলাসহ দেশ ও দেশের বাইরেও জন্মদিনের অনুষ্ঠামালার মধ্য দিয়ে পালিত হচ্ছে চ্যানেল আইয়ের ১৮ তম জন্মদিন।

Print Friendly, PDF & Email

Related Posts