বাড্ডায় দুই টিভি চ্যানেলে অভিযান, গ্রেপ্তার ৪

বিডিমেট্রোনিউজ রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়ে দুইটি অনুমোদনবিহীন টিভি চ্যানেলের চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। টিভি চ্যানেল দুইটি হলো- এইচ বাংলা ও নেহা চ্যানেল। আজ শনিবার বাড্ডার শাহজাদপুরের ৩২/৫/এ (পলাশ টাওয়ার) ভবনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-সম্পাদক শামীম আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক বোরহানউদ্দিন, মার্কেটিং ম্যানেজার ইব্রাহিম হোসেন (৩০) ও চিফ ক্যামরোনম্যান রাশেদুল হাসান। গ্রেপ্তারকৃতরা সরকারের তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে ক্যাবেল অপারেটরের মাধ্যমে টেলিভিশন অনুষ্ঠান প্রচার করতো।

র‌্যাব সদর দপ্তরের মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, বিদেশ থেকে যন্ত্রপাতি এনে তারা ঐ ভবনে টেলিভিশন স্টুডিও স্থাপন করেছে। সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ধারণ করে সিডির মাধ্যমে ক্যাবেল অপরাটেরকে দিয়ে সম্প্রচার করতো। আজ সকালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সেখান থেকে বিপুল পরিমাণ সিডি ও স্টুডিও যন্ত্রপাতি ও ক্যামেরা উদ্ধার করা হয়। – See more at:

Print Friendly, PDF & Email

Related Posts