বিডি মেট্রোনিউজ ।। আসন্ন পাবনা পৌরসভা নির্বাচনে পাবনা সদরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন দুই কাউন্সিলর প্রার্থী। এরা হলেন পাবনা পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ড থেকে রিয়াজুল হোসেন এবং ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী আফরোজা খাতুন ছবি।
পাবনা সদর উপজেলা নির্বাচন অফিসার আল মামুন জানান, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনার সাতটি পৌরসভা নির্বাচন। গত বৃহস্পতিবার এ নির্বাচনের মনোনায়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ১৫টি ওয়ার্ড নিয়ে গঠিত পাবনা সদর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন এবং পুরুষ কাউন্সিলর পদে ৫৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন মনোনয়নপত্র দাখিল করেন।
এর মধ্যে দুই নম্বর ওয়ার্ড থেকে রিয়াজুল হোসেন নামের একজন এবং ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আফরোজা খাতুন ছবি নামের একজন মনোনায়নপত্র দাখিন করেন। এদের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এই দুই কাউন্সিলর প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
উপজেলা নির্বাচন অফিসার আল মামুন আলী জানান, আগামী ১৩ ডিসেম্বর মনোনায়নপত্র প্রত্যাহার ও যাচাই বাছাইয়ের শেষ দিন। ওই দুই প্রার্থীর মনোনায়নপত্রে কোনো সমস্যা না থাকলে ১৩ ডিসেম্বরের পরে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
সাতক্ষীরা : আসন্ন সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ জানান, উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগহ ও দাখিল সূত্র থেকে দেখা গেছে, কলারোয়া পৌরসভার তুলসীডাঙ্গা দুই নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে মাস্টার মনিরুজ্জামান বুলবুল ছাড়া অন্য কোনো ব্যক্তি মনোনয়নপত্র দাখিল করেননি। সে ক্ষেত্রে ওই ওয়ার্ডে মাস্টার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া পৌরসভার ১-২-৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ফারহানা হোসেন ছাড়া অন্য কোনো ব্যক্তি মনোনয়নপত্র দাখিল করেননি। সে ক্ষেত্রে ওই ওয়ার্ডের ফারহানা হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে সরকারিভাবে এই তথ্য উপজেলা নির্বাচন অফিস থেকে প্রকাশ করা হয়নি।