বিডি মেট্রোনিউজ ডেস্ক ।। বিভিন্ন কারণে দেশের বিভিন্নস্থানে পৌরসভা নির্বাচনে ১৩ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফেনী ও পরশুরাম বিএনপির মনোনীত ২ প্রার্থীর, বোয়ালমারী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর, হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় ২ মেয়র প্রার্থীর, বাগেরহাট পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থীর, চাঁদপুরে বিএনপির এক মেয়র প্রার্থীর, কুমিল্লার বরুড়া ও চৌদ্দগ্রাম পৌরসভায় মেয়র পদে চারজনের, হোমনায় স্বতন্ত্র মেয়র প্রার্থী দেবর-ভাবীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এখানে প্রাপ্ত সংবাদগুলো সন্নিবেশিত করা হলো :
ফেনী ও পরশুরাম : ঋণ খেলাপির দায়ে ফেনী পৌরসভার বিএনপির মনোনীত প্রার্থী ফজলুর রহমান বকুল ও পরশুরাম পৌরসভার বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।শনিবার জেলা রিটার্নিং কার্যালয়ে মনোনয়পত্র যাচাই-বাছাইয়ের সময় বাতিল করা হয়।
উল্লেখ্য, ফেনীতে ৫টি পৌরসভার মধ্যে ৩টিতে নির্বাচন হচ্ছে। এগুলো হলো- ফেনী, দাগন ভূইয়া, পরশুরাম। বাকি দুই পৌরসভা সোনাগাজী ও ছাগলনাইয়ায় সময় না হওয়ায় নির্বাচন হচ্ছে না।
বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লিটন মৃধার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার দুপুরে বোয়ালমালারীর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মু. খায়রুজ্জামান তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন।
নির্বাচন কর্মকর্তা বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জমান মৃধা লিটনের দাখিল করা কাগজপত্রে ত্রুটি থাকায় তা বাতিল ঘোষণা করা হয়েছে।’ লিটন মৃধা বোয়ালমারী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। দল থেকে সমর্থন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি।
হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় ২ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার মনোনয়ন যাচাই বাছাইয়ের ১ম দিনে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা হলেন উপজেলা জামায়াতের নায়াবে আমীর মীর সাহেব আলী (স্বতন্ত্র) ও এস কে ইফতেখারুল গনি (স্বতন্ত্র) ।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাশহুদুল কবির জানান, স্বতন্ত্র প্রার্থী মীর সাহেব আলী তার সমর্থকদের যে তালিকা দাখিল করেছেন তাদের মধ্যে একজন দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। সমর্থকের জাল স্বাক্ষরের কারণে তার মনোনয়ন বাতিল করা হয়। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী এস কে ইফতেখারুল গনি’র দাখিলকৃত সমর্থকদের তালিকার এক পৃষ্ঠায় তিনি নিজে স্বাক্ষর করেননি। ফলে তার দাখিলকৃত সমর্থকদের মধ্যে ৯৭ জনের স্বার গ্রহণ করা হয়। সমর্থকের শর্ত পূরণ না হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়।
চুনারুঘাট উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগামী ৩ দিনের মধ্যে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা জেলা প্রশাসক বরাবরে আপীল করতে পারবেন। চুনারুঘাট পৌরসভায় মেয়র পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ২ জনের মনোনয়ন চূড়ান্ত ভাবে বাতিল হলে ভোটযুদ্ধ হবে আওয়ামীলীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর মধ্যে।
বাগেরহাট : বাগেরহাট পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনা হাসিবুল হাসান শিপনের মনোনয়ন পত্র বাতিল করেছে রির্টানিং অফিসার। হলফনামায় অসত্য তথ্য দেয়ায় অভিযোগে শনিবার দুপুরে তার মনোনয়ন পত্রটি বাতিল করা হয়। মিনা হাসিবুল হাসান শিপনের মনোনয়ন পত্রটি বাতিল হওয়ায় বর্তমানে বাগেরহাট পৌরসভায় মেয়র পদে ৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।
বাগেরহাট পৌরসভার সহাকারী রিটার্নি অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, ‘দাখিলকৃত মনোনয়ন পত্রের হলফনামায় তিনি তার ব্যক্তিগত তথ্য গোপন করে অসত্য তথ্য দেয়ায় ওই ব্যবস্থা নেয়া হয়েছে। তবে প্রার্থী চাইলে এই বিষয়ে আপিল করতে পারবেন।’
চাঁদপুর : চাঁদপুরে বিএনপির এক মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার ছেংগারচর পৌরসভার প্রার্থী সারোয়ারুল আবেদীনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী হেকমত আলী জানান, এই প্রার্থী শিক্ষাগত যোগ্যতার সনদ ও আয়কর রিটার্ন জমা দেননি। জাতীয় পরিচয়পত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক উল্লেখ করা হলেও মনোনয়ন ফরমে এসএসসি লিপিবদ্ধ করা হয়।
বরুড়া ও চৌদ্দগ্রাম : কুমিল্লার বরুড়া ও চৌদ্দগ্রাম পৌরসভায় মেয়র পদে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। জানা গেছে, বরুড়া পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী নজরুল ইসলামের মনোনয়নপত্রে ১০০ জন ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
অন্যদিকে ঋণ খেলাপির জন্য বিএনপির প্রার্থী ড. জি এম রাব্বানী নয়ন ও হলফনামায় স্বাক্ষর না থাকায় জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী মো, খোরশেদ আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এছাড়া মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত ১০০ ভোটারের স্বাক্ষরের মধ্যে একজন অনেক আগে থেকেই বিদেশে অবস্থান করায় স্বতন্ত্র প্রার্থী শাহাবউদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এর ফলে চৌদ্দগ্রামে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমানের সঙ্গে নির্বাচনী লড়াইয়ে থাকলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমাম হোসেন পাটোয়ারী।
হোমনা : আসন্ন পৌরসভা নির্বাচনে হোমনায় স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক ও তার ভাবী বর্তমান মেয়র হারুন মিয়ার স্ত্রী খোদেজা বেগমের দাখিলকৃত মনোনয়ন পত্র বাতিল হয়েছে। শনিবার মেয়র প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাই শেষে তাদের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও ইউএনও আহমেদ জামিল।
ইউএনও জানান, নির্বাচনের বিধি মোতাবেক স্বতন্ত্র প্রার্থীদেরকে একশত ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়ন ফরমের সঙ্গে জমা দিতে হয়। সে মোতাবেক তারা দু’জন পৃথক পৃথক একশত ভোটারের তালিকা জমা দিয়েছেন। বিধি মোতাবেক তাদের জমাকৃত স্বাক্ষরযুক্ত তালিকা থেকে পাঁচজন ভোটারের স্বাক্ষর যাচাই করা হয়। এর মধ্য জহিরুল হকের তালিকার একজন ও খোদেজা বেগমের তালিকার একজন ভোটারের স্বাক্ষর জাল পাওয়া যায়।
সরেজমিনে ওই দু’জন ভোটারের কাছে গেলে তাদের মধ্যে একজন ভোটার জানান, তিনি স্বাক্ষর করতে জানেন না, সব কাজেই তিনি টিপসহি দেন। আর অন্যজন শিক্ষিত হলেও তিনি এ তালিকায় স্বাক্ষর করেননি বলে জানান। তাই বিধি মোতাবেক তাদেরকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করে মনোনয়ন পত্র বাতিল করা হয।