বেরিয়েছি, তাই আর দাঁড়িয়ে থাকার নয়- হাঁটতেই হয়,
জানি, হাঁটা মানে-
কোথাওনা কোথাও পৌঁছে যাবো অবশেষে একদিন নিশ্চয়।
জীবনের শুরুতেই মাড়িয়ে মাড়িয়ে বহু বন্ধুর পথ, উপত্যকা
কখনোবা হাইওয়ে
আজোতক বেখেয়ালে দিয়ে যেতে থাকি সময়ের দ্বারে টোকা।
যতোদিন জীবনের সৌরজগতে প্রবাহিত হবে মৌসুমী বায়ু
ততোদিন হাঁটতেই হবে;
কখনো কখনো ভাবি এই বুঝি থামাবে ধিনতাধিন বাদ্য স্নায়ু।
জীবনকে আজ বুঝতে পেরে বেলাশেষে
চলে যাই সময়-সাগরের অচিন কূলে অশ্রুজলে ভেসে ভেসে।