রোববার বরিশাল প্রেসক্লাব নির্বাচন

খান মাইনউদ্দিন, বরিশাল : ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আগামীকাল রোববার। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার সাংবাদিকদের মধ্যে নির্বাচনের আমেজটা একটু বেশি।

বরিশাল প্রেসক্লাব নির্বাচনে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছে দুইটি প্যানেল। প্যানেল দুটির মধ্যে একটি হচ্ছে- লিটন বাশার-এস এম জাকির পরিষদ। এ প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন লিটন বাশার, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এস এম জাকির হোসেন।

এছাড়া সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- গোপাল সরকার ও সৈয়দ মাহামুদ হোসেন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক পদে লড়ছেন- দেবাশীষ চক্রবর্তী, কোষাধ্যক্ষ পদে জিয়া শাহীন, পাঠাগার সম্পাদক পদে এম জহির, সাহিত্য ও সাংস্কৃতিক পদে সুখেন্দু এদবর, ক্রীড়া সম্পাদক পদে নাসিমুল হক, দপ্তর সম্পাদক পদে এম মোফাজ্জেল ।

এ প্যানেলে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মানবেন্দ্র বটব্যাল, নুরুল আলম ফরিদ, কমল সেনগুপ্ত, সৈয়দ দুলাল, রাইসুল ইসলাম অভি, মু ইসমাইল হোসেন নেগাবান ও মনিরুল ইসলাম স্বপন।

এদিকে প্রতিদ্বন্দ্বী প্যানেল হচ্ছে- কাজী নাসির উদ্দিন বাবুল-কাজী মিরাজ মাহামুদ পরিষদ। এ প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহামুদ।

এছাড়া সহ-সভাপতি পদে লড়ছেন- এম এম আমজাদ হোসাইন, বীরেন্দ্রনাথ সমদ্দার, সহ সাধারণ সম্পাদক পদে গিয়াস উদ্দিন সুমন, কোষাধ্যক্ষ পদে কাজী আল মামুন, পাঠাগার সম্পাদক পদে জিয়াউদ্দিন বাবু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে কাজী মকবুল হোসেন, ক্রীড়া সম্পাদক পদে নিকুঞ্জ বালা পলাশ, দপ্তর সম্পাদক পদে নাসির উদ্দিন।

সদস্য পদে লড়ছেন এম মোবারেক আলী, জাকির হোসেন, মেহেরুন্নেছা বেগম, মোশাররফ হোসেন, পুলক চ্যাটার্জী, এম মিরাজ হোসাইন ও সাগর বৈদ্য।

অন্যদিকে নির্বাচন পরিচালনার জন্য বরিশালের সিনিয়র সাংবাদিকদের নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে।

প্রেসক্লাবের সাধারণ সদস্যরা বলছেন, যারা সাংবাদিকদের স্বার্থে কাজ করবে একমাত্র তাদেরই ভোট দেব আমরা।

 

Print Friendly, PDF & Email

Related Posts