বিডি মেট্রোনিউজ ৷৷ ৯ ডিসেম্বর৷ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল ৷ কন্যাসন্তানের জন্ম দিলেন রানি৷ চোপড়া পরিবারে খুশির রোশনাই৷ বাবা ও মায়ের নাম মিলিয়ে মেয়ের নাম রাখা হয়েছে আদিরা৷ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বলিপাড়ায় আনন্দের ঢেউ ওঠে৷
দীর্ঘদিনের সম্পর্কের পরিণতিতে ২০১৪-তে বিয়ের বন্ধনে আবদ্ধ হন আদিত্য ও রানি৷ অটালিতে পরিবারের ঘনিষ্ঠদের নিয়ে প্রায় গোপনেই মেটে বিয়ে পর্ব৷ বিয়ে পরবর্তী অভিনয় কেরিয়ারে রানি দেখিয়েছিলেন তাঁর ‘মর্দানি’৷ এবার অবশ্য নয়া ইনিংস৷ বলিপাড়ায় মাধুরী, কাজল, ঐশ্বর্যদের মতো ‘মম’ ক্লাবে নাম লেখালেন বলিউডের এই দাপুটে অভিনেত্রী৷
আদিত্য চোপড়া বলিপাড়ায় বেশ প্রিয় একজন মানুষ৷ রানি তো বটেই৷ কন্যা আদিরার কথা জেনে তাই সকলেই খুশি৷ কাকা উদয় চোপড়া থেকে পরিণীতি চোপড়া, ঋষি কাপুর কিংবা করণ জোহর সকলেই টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন রানি-আদিত্যকে৷
সকল শুভানুধ্যায়ীকে ধন্যবাদ জানিয়েছেন রানি৷ জানিয়েছেন, ভগবানের এই সেরা উপহার নিয়েই তারা জীবনের নতুন পথচলা শুরু করলেন৷