মেট্রো নিউজ : সালমান খান, শাখরুখ খান ও আমির খানl পঞ্চাশ ছুঁই ছুঁই বয়সেও বলিউডের তিন খান দেশ কাঁপাচ্ছেনl বছরে তাদের একটা করে ছবিই বক্স অফিসের ভাণ্ডার ভরিয়ে দেওয়ার জন্য যথেষ্টl নবাগত রণবীর কাপুর, রণবীর সিং, শাহিদ কাপুরদের মতো দক্ষ অভিনেতাদের ভিড়েও এই তিন খানের জনপ্রিয়তা কোনও অংশে কমেনিl সেই কারণে বিগ বি অমিতাভ বচ্চন বলছেন, তারা দারুণ কাজ করছেl আগামী ১০০ বছর তাঁদের কাজ চালিয়ে যাওয়া উচিত্l